এর আগের মাস অর্থাৎ 2024 সালের মার্চ মাসে কি কি মোবাইল লঞ্চ হয়েছিল তার একটি লিস্ট প্রোভাইড করা হয়েছিল। ওই লিস্টে অনুযায়ী প্রায় সমস্ত মোবাইলই লঞ্চ হয়ে গিয়েছে। আপনারা যদি জানতে চান যে আগামী মার্চ মাসে কি কি নতুন মোবাইল লঞ্চ হয়েছে সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম সহ, তাহলে ক্লিক করুন

আপনারা যদি এই চলতি মাসের অর্থাৎ 2024 সালের April মাসে কি কি মোবাইল লঞ্চ হবে তা জানতে চান তাহলে এই পোস্টটি সম্পূর্ণ দেখুন। এই পোস্টটিতে স্টেপ বাই স্টেপ কি কি মোবাইল লঞ্চ হতে পারে তার স্পেসিফিকেশন, আনুমানিক মূল্য ও আনুমানিক লঞ্চিং ডেট উল্লেখ করা হলো।

Upcoming mobile April 2024

Upcoming mobile April 2024

OnePlus Nord CE 4 5G

এই মোবাইলটিতে 6.7 inches AMOLED ডিসপ্লে থাকবে। সেই সঙ্গে হাই ক্যাপাসিটি যুক্ত Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর থাকবে, যেটি একটি Octa core প্রসেসর। এটির সর্বোচ্চ ভেরিয়েন্ট 8 GB RAM এবং 128 GB internal storage যুক্ত হবে। এ মোবাইলটিতে একই সঙ্গে দুটি সিম কার্ড এবং একটি এক্সটারনাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। মোবাইলটি ভারতে 5G সাপোর্টেড থাকবে। এটিতে প্রধান ক্যামেরা 50 MP এর সঙ্গে 8 MP Ultra-Wide Angle ডুয়েল মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এতে 16 MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। মোবাইলটিতে 5500 mAh যুক্ত হাই ক্যাপাসিটি ব্যাটারির সঙ্গে থাকবে 100W Super VOOC Charging সিস্টেম। অনুমান করা হচ্ছে মোবাইলটির মূল্য 25000 টাকার আশেপাশে থাকবে। এবং মোবাইলটি এপ্রিল মাসের আগামী চার তারিখে (04/04/2024) লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tecno Pova 6 Pro

এই মোবাইলটিতে 6.78 inches অ্যামোলেড 120 Hz Refresh Rate যুক্ত ডিসপ্লে থাকবে। এতে MediaTek Dimensity 6080 যুক্ত Octa core প্রসেসর থাকবে। এর সর্বোচ্চ ভেরিয়েন্ট 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত হবে। এতে দুটি ন্যানো সিম একই সঙ্গে ব্যবহার করা যাবে, এবং দুটি সিমের সঙ্গে একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এটি একটি 5g মোবাইল ফোন। এতে মেইন ক্যামেরা 108 MP + 2 MP + 0.08 যুক্ত ট্রিপল ক্যামেরা সেট থাকবে, এবং ফান্ড ক্যামেরা 32 MP থাকবে। এতে 6000 mAh হাই ক্যাপাসিটি ব্যাটারি এবং 70W Flash Charging ব্যবস্থা থাকলে। মূল্য আনুমানিক 18000 টাকার আশেপাশে থাকবে। এটি এপ্রিল মাসের 4 অথবা 5 তারিখে লঞ্চ হতে পারে।

Samsung Galaxy M55 5G

এই মোবাইলটি গত মার্চ মাসে লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু কোন কারণবশত মোবাইলটি এই এপ্রিল মাসে লঞ্চ হবে। ইলটিতে 6.7 inches সুপার অ্যামোলে ডিসপ্লে থাকবে। এতে Qualcomm Snapdragon 7 Gen 1 Octa core প্রসেসর থাকবে। এতে ট্রিপল মেগাপিক্সেলের (50 MP + 8 MP + 2 MP) প্রধান ক্যামেরা থাকবে, এবং 50 MP Wide Angle ফ্রন্ট ক্যামেরা থাকবে। মোবাইলটিতে 5000mAh হাই ক্যাপাসিটি ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং এর ব্যবস্থা থাকবে। এই মোবাইলটি তে একই সঙ্গে দুটি ন্যানো সিম কার্ড এবং এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এর সর্বোচ্চ ভেরিয়েন্ট 8 GB RAM ও 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত হবে। এটি একটি 5G মোবাইল। এর দাম আনুমানিক 25000 টাকার আশেপাশে থাকতে পারে। মোবাইলটি এপ্রিল মাসের 8 তারিখে (08/04/2024) লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Xiaomi Redmi K70e

এই মোবাইলে 6.67 ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে। এটিতে 64 MP + 8 MP + 2 MP যুক্ত ট্রিপল মেগাপিক্সেল মেইন ক্যামেরা থাকবে, এবং 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। এতে MediaTek Dimensity 8300 Ultra Octa core প্রসেসর থাকবে। এটিতে দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে কিন্তু এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। কারণ এতে 256GB ইন্টারনাল মেমোরি থাকবে। এটি একটি 5G মোবাইল। মোবাইলটিতে 5500 mAh হাই ক্যাপাসিটিযুক্ত ব্যাটারির সঙ্গে 90W Fast Charging ব্যবস্থা থাকবে। এর সর্বোচ্চ ভেরিয়েন্ট 12 GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত হবে। মোবাইলটির মূল্য আনুমানিক 23000 টাকার আশেপাশে থাকতে পারে বলে আশা করা যায়। এই মোবাইলটি 2024 সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে লঞ্চ হতে পারে।

Infinix Hot 40 Pro

এই মোবাইলটিতে 6.78 inches IPS LCD ডিসপ্লে থাকবে। মোবাইলটিতে 108 MP + 2 MP + 0.08 MP যুক্ত ট্রিপল মেগাপিক্সেল প্রধান ক্যামেরা থাকবে। এবং ফ্রন্ট ক্যামেরা 32 MP থাকবে। এতে 5000 mAh হাই ক্যাপাসিটি যুক্ত ব্যাটারি ও 33W Fast Charging এর ব্যবস্থা থাকবে। মোবাইলটিতে দুটি ন্যানো সিম এবং প্রয়োজনে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এতে MediaTek Helio G99 Octa core প্রসেসর থাকবে। এর সর্বোচ্চ ভেরিয়েন্ট 8 GB RAM ও 128 GB ইন্টারনেল স্টোরেজ যুক্ত হবে। এর মূল্য আনুমানিক 13000 টাকার আশেপাশে থাকতে পারে বলে আশা করা যায়। এটি 2024 সালের এপ্রিল মাসের লাস্ট সপ্তাহের দিকে লঞ্চ হবে।

Xiaomi Redmi K70 Pro

এই মোবাইলটিতে 6.67 inches OLED ডিসপ্লে থাকবে। মোবাইলটিতে 50 MP Wide Angle Primary + 12 MP Ultra-Wide Angle + 50 MP Telephoto ট্রিপল মেগাপিক্সেল যুক্ত প্রধান ক্যামেরা থাকবে। এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। এই মোবাইলে 5000 mAh হাই ক্যাপাসিটিযুক্ত ব্যাটারির সঙ্গে 120W Fast Charging এর ব্যবস্থা থাকবে। এই মোবাইলে দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে, এবং এটি একটি 5G মোবাইল হবে। এই মোবাইলটিতে Qualcomm Snapdragon 8 Gen 3 Octa core প্রসেসর থাকবে। এর সর্বোচ্চ ভেরিয়েন্ট 12 GB RAM ও 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত হবে। এর মূল্য আনুমানিক 39999 টাকার আশেপাশে থাকতে পারে। এটি 2024 সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহের দিকে লঞ্চ হবে।

Samsung Galaxy A15

এই মোবাইলটিতে 6.5 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে থাকবে। এতে 50 MP + 5 MP + 2 MP ট্রিপল মেগাপিক্সেল যুক্ত প্রধান ক্যামেরা থাকবে । এবং 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। মোবাইলটিতে 5000 mAh হাই ক্যাপাসিটি যুক্ত ব্যাটারির সঙ্গে 25W ফার্স্ট চার্জিং ব্যবস্থা থাকবে। মোবাইলটিতে দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে, এবং 1 TB পর্যন্ত এক্সটার্নাল মেমোরি ব্যবহার করা যাবে। এতে MediaTek Helio G99 Octa core প্রসেসর থাকবে। এর সর্বোচ্চ ভেরিয়েন্ট 8 GB RAM ও 128 GB ইন্টার্নাল মেমোরি যুক্ত হবে। এটি একটি 5G মোবাইল। মোবাইলটির মূল্য আনুমানিক 16000 টাকার আশেপাশে থাকবে। এই মোবাইলটি 2024 সালের দ্বিতীয় সপ্তাহের দিকে লঞ্চ হওয়া সম্ভাবনা রয়েছে।

Xiaomi Redmi K70

মোবাইলটিতে 6.67 ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে। এটিতে 50 MP + 8 MP + 2 MP যুক্ত ট্রিপল মেগাপিক্সেল মেইন ক্যামেরা থাকবে, এবং 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। মোবাইলটিতে 5000 mAh হাই ক্যাপাসিটিযুক্ত ব্যাটারির সঙ্গে 120W ফার্স্ট চার্জিং ব্যবস্থা থাকবে। এতে দুটি ন্যানো সিম একসঙ্গে ব্যবহার করা যাবে। এটি একটি 5G মোবাইল হবে। মোবাইলটিতে Qualcomm Snapdragon 8 Gen 2 Octa core প্রসেসর থাকবে। এর সর্বোচ্চ ভেরিয়েন্ট 12 GB RAM ও 256 GB ইন্টারনেল স্তরের যুক্ত হবে। তবে এতে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। এটির মূল্য আনুমানিক 29000 টাকার আশেপাশে থাকতে পারে। মোবাইলটি 2024 সালের এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহে লঞ্চ হতে পারে।

Infinix Note 40 Pro Plus 5G

এই মোবাইলেতে 6.78 ইঞ্চির Flexible AMOLED ডিসপ্লে থাকবে, এবং ডিসপ্লের সঙ্গে Gorilla Glass Protection থাকবে। মোবাইলটিতে 108 MP + 2 MP + 2 MP ট্রিপল মেইন ক্যামেরা থাকবে, এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। মোবাইলটিতে 4600 mAh হাই ক্যাপাসিটি যুক্ত ব্যাটারি সঙ্গে 100W Fast Charging এর ব্যবস্থা থাকবে। মোবাইলটিতে একই সঙ্গে দুটো ন্যানো সিম ব্যবহার করা যাবে। এটি একটি 5g মোবাইল। মোবাইলটিতে MediaTek Dimensity 7020 Octa core প্রসেসর থাকবে। মোবাইলটির সর্বোচ্চ ভেরিয়েন্ট 12 GB RAM ও 256 GB ইন্টারনাল স্টোরে যুক্ত হবে। মোবাইলটির মূল্য আনুমানিক 23000 টাকার আশেপাশে থাকবে। মোবাইলটি 2024 সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *