বন্ধুরা, আগামী মাসে অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসে ভারতে কি কি মোবাইল লঞ্চ হতে চলেছে সেই সম্পর্কে এই পোস্টের মাধ্যমে ডিসকাস করা হবে। এর সঙ্গে আলোচনা করা হবে, ওই সমস্ত মোবাইলগুলি কোন কোম্পানির এবং মোবাইলগুলিতে কি কি ফিচার থাকবে। তাই আপনি অথবা আপনার পরিবারের বা আপনার পরিচিত কোন ব্যক্তি যদি মোবাইল কিনতে চাই তাহলে এই পোস্টটি আপনাদের খুবই সাহায্যকারি হবে। মোবাইলগুলি সম্পর্কে নিচে একটি করে উল্লেখ করে আলোচনা করা হল।

Photo by Pixabay.com

Samsung galaxy F15

এই মোবাইলটি ভারতে 4th মার্চ 2024 এ লঞ্চ হতে চলেছে। মোবাইলটিতে 6.5″ ফুল HD সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে। MediaTek dimencity 6100+ প্রসেসর থাকবে। পাঁচ বছরের OS আপডেট এবং পাঁচ বছরের সফটার আপডেট পাওয়া যাবে। 6000mah এর হাইক্যাপাসিটি যুক্ত ব্যাটারি থাকবে। এবং এই মোবাইলটি আশা করা যাচ্ছে পনেরো হাজার টাকার আশেপাশে দাম থাকবে। এমনকি এর ভেতরেও দাম থাকতে পারে।

Samsung galaxy M55 5G

এটিতে 6.78″ এর সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ‍ Snapdragon 7 Gen 1 প্রসেসর থাকবে। 8GB RAM এবং 128GB ROM বা ইন্টারনাল স্টোরেজ থাকবে। 64 মেগাপিক্সেল যুক্ত Quad ক্যামেরা থাকবে। মোবাইলটি ভারতীয় টাকায় 25000-30000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়।

Samsung galaxy M15

আগামী মাসেই অর্থাৎ মার্চ মাসেই Samsung galaxy M15 মোবাইলটি লঞ্চ হতে চলেছে। এটিতে 6.5″ ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। মোবাইলটিতে Mediatek Dimensity 6100+ প্রসেসর থাকবে, যেটি 6nm যুক্ত। 50 মেগাপিক্সেলিক তো ক্যামেরা থাকবে। এটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হবে। সর্বোচ্চ ভেরিয়েন্ট 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এবং 6000mAh হাই ক্যাপাসিটি যুক্ত ব্যাটারি থাকবে। এটির মূল্য সাধারণত 15000 টাকার আশেপাশে থাকবে।

Samsung galaxy A55

এটিতে 1080×2340 pixels যুক্ত অর্থাৎ 6.5″ সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ডিসপ্লেটি Corning Gorilla Glass দ্বারা প্রটেকশন থাকবে। মেন ক্যামেরা থাকবে 50 মেগাপিক্সেল, ও সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল থাকবে। এটি একটি 5G ফোন হবে। এটিতে প্রসেসর হিসেবে Exynos 1480 ব্যবহার করা হবে। এটি পাঁচটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে। সর্বোচ্চ ভ্যারিয়েন্টেটি হবে 256GB ইন্টারনাল স্টোরেজ ও 8GB RAM যুক্ত। এতে 5000 mAh ব্যাটারি থাকবে। 25W ফাস্ট চার্জিং এর ব্যবস্থা থাকবে।

Samsung galaxy A55

এটিতে 6.6 ইঞ্চি অর্থাৎ 1080×2340 পিক্সেলসের ডিসপ্লে থাকবে। প্রধান ক্যামেরাটি 50MP যুক্ত ট্রিপল ক্যামেরা থাকবে, এবং সেলফি ক্যামেরাটি 13 মেগাপিক্সেল হবে। এটিতে প্রসেসর হিসেবে Exynos 1380 ব্যবহার করা হবে, এটি একটি 5nm যুক্ত প্রসেসর। মোবাইলটিতে 5000mAh হাই ক্যাপাসিটি যুক্ত ব্যাটারি থাকবে, এর সঙ্গে থাকবে 25W ফাস্ট চার্জিং ব্যবস্থা। এই মোবাইলটি অনেকগুলি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল থাকবে, যার মধ্যে সর্বোচ্চ ভেরিয়েন্টি হলো 256GB ইন্টারনাল স্টোরেজ ও 12GB RAM যুক্ত। এটি একটি 5g ফোন হবে। এই মোবাইলটি আগামী মার্চ মাসের শেষের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

nothing phone 2A

এই মোবাইলটিতে 6.7 ইঞ্চির অর্থাৎ 1080×2412 pixels OLED ডিসপ্লে থাকবে। এটিতে মেইন ক্যামেরা 50 + 50 dual মেগাপিক্সেল থাকবে, এবং ফন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল থাকবে। এটিতে প্রসেসর হিসেবে Mediatek Dimensity 7200 Pro থাকবে, যেটি 4nm যুক্ত একটি প্রসেসর। এটি একটি 5g মোবাইল হবে। এটিতে হাই ক্যাপাসিটি যুক্ত 5000mAh ব্যাটারি থাকবে। মোবাইলটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এর সর্বোচ্চ ভেরিয়েন্ট 256GB ইন্টারনাল স্টোরেজ ও 12GB RAM যুক্ত হবে। এটি আগামী মার্চ মাসের 5 তারিখে ভারতে এবং গ্লোবালি লঞ্চ হবে। এবং এর মূল্য ভারতীয় টাকায় 25000 টাকার আশেপাশে হতে পারে।

Xiaomi 14

এটিতে 1200×2670 পিক্সেলস অর্থাৎ 6.36 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে থাকবে। এতে 50 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, 50 টেলি ফটো ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল যুক্ত আল্ট্রাওয়াইড ট্রিপল ক্যামেরা থাকবে। এবং এর ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল থাকবে। এতে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা হবে, এটি একটি 4nm যুক্ত প্রসেসর। এতে 4610mAh হাই ক্যাপাসিটি যুক্ত ব্যাটারি থাকবে এবং 90W ফাস্ট চার্জিং এর ব্যবস্থা থাকবে। এই মোবাইলটিও বিভিন্ন ভেরিয়েন্টে লঞ্চ হবে, এর সর্বোচ্চ ভেরিয়েন্ট 1TB ইন্টারনাল স্টোরেজ এবং 16GB RAM যুক্ত হবে। এই মোবাইলটি ভারতে মার্চ মাসের 7 তারিখে লাঞ্চ হবে। এর মূল্য ভারতীয় টাকায় বিশেষত 40000 টাকার আশেপাশে হতে পারে।

vivo V30

এটিতে 1260×2800 পিক্সেলস অর্থাৎ 6.78 AMOLED ও HDR10+ ডিসপ্লে থাকবে। এতে 50 + 50 + 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা (মেন ) থাকবে। এবং ফন্ট ক্যামেরাও 50 মেগাপিক্সেল থাকবে। এতে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা হবে, এটি একটি 4nm যুক্ত প্রসেসর। এতে 5000 mAh হাই ক্যাপাসিটি যুক্ত ব্যাটারি ব্যবহার করা হবে, যেখানে 80W ফাস্ট চার্জিং ব্যবস্থা থাকে, এবং বলা হয়েছে মোটামুটি 50 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। এটিও বিভিন্ন ভেরিয়ান্টে লঞ্চ করা হবে । এতে সর্বোচ্চ ভেরিয়েন্ট 512GB ইন্টার্নাল স্টোরেজ ও 12GB RAM যুক্ত হবে। এটি আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে লঞ্চ হবার সম্ভাবনা রয়েছে। এর দাম 30000 টাকার আশেপাশে থাকতে পারে।

iQOO Z9

এতে 6.67 ইঞ্চির অর্থাৎ 1220×2712 পিক্সেলসের OLED ডিসপ্লে থাকবে। 50 + 2 মেগাপিক্সেলের ডুয়েল প্রধান ক্যামেরা থাকবে, এবং সাথে 16 মেগাপিক্সেলসের ফন্ট ক্যামেরা থাকবে। 6000mAh হাই ক্যাপাসিটিযুক্ত ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং এর ব্যবস্থা থাকবে। মোবাইলটিতে প্রসেসর হিসেবে MediaTek Dimensity 7200 ব্যবহার করা হবে। এটি একটি 5G মোবাইল। এতে 8GB RAM এবং 128GB ইন্টার্নাল স্টোরেজ থাকবে। মোবাইলটির মূল্য ভারতীয় টাকায় 25000 টাকার আশেপাশে থাকবে। এই মোবাইলটি অনুমান করা হচ্ছে মার্চ মাসের শেষ সপ্তাহের দিকে ভারতে লঞ্চ হতে পারে।

Lava Blaze Curve

মোবাইলটিতে 6.78 ইঞ্চি অর্থাৎ 1080×2400 পিক্সেলসের AMOLED ডিসপ্লে থাকবে। এতে মেন 64+8+2 মেগাপিক্সেলসের ট্রিপল ক্যামেরা থাকবে, এবং ফন্ট ক্যামেরা থাকবে 8 মেগাপিক্সেলসের। এতে 5000 mAh হাই ক্যাপাসিটিযুক্ত ব্যাটারি থাকবে, সঙ্গে 18W ফাস্ট চার্জিং এর ব্যবস্থা থাকবে। মোবাইলটিতে MediaTek Dimensity 7050 প্রসেসর থাকবে। এটিতে সর্বোচ্চ ভ্যারিয়েন্ট 8 GB RAM ও 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত থাকবে। এটিও মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে লঞ্চ হতে পারে। এবং এর মূল্য 15000 টাকার মধ্যে থাকবে।

OPPO F25

এই মোবাইলটি বর্তমান ফেব্রুয়ারি মাসের 29 তারিখে লঞ্চ হবে। মোবাইলটিতে 6.7 ইঞ্চির বা 1080 x 2412 এক্সেলসের AMOLED ডিসপ্লে থাকবে। এতে প্রসেসর হিসেবে Mali-G610 MC6 ব্যবহার করা হবে। এতে 50+32+2 মেগাপিক্স ট্রিপল মেন ক্যামেরা হবে। এবং এর ফন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলস যুক্ত হবে। এরও বিভিন্ন ভেরিয়েন্ট লঞ্চ হবে, সর্বোচ্চ ভ্যারিয়েন্ট 8GB RAM ও 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত হবে। এটিতে 5,000 mAh হাই ক্যাপাসিটি যুক্ত ব্যাটারি থাকবে এবং 67W ফাস্ট চার্জিং এর ব্যবস্থা থাকবে। এটি আগামী মার্চ মাসে ভারতে লঞ্চ হবে। এর মূল্য ভারতীয় টাকায় 25000 টাকার আশেপাশে থাকতে পারে।

realme 12 Plus

এই মোবাইলেতে 6.7 ইঞ্চির অর্থাৎ 1080×2400 পিক্সেলসের AMOLED ডিসপ্লে থাকবে। ডিসপ্লে কি হবে Bezel-less punch-hole যুক্ত। এতে 50+8+2 মেগাপিক্সেলসের ট্রিপল ক্যামেরা থাকবে মেইন ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরা থাকবে 16 মেগাপিক্সেলস। এতে MediaTek Dimensity 7050 প্রসেসর থাকবে, যেটি একটি অক্টাকর প্রসেসর ও 6 nm যুক্ত। এতে 5000 mAh হাই ক্যাপাসিটি ব্যাটারি থাকবে। এবং এর সঙ্গে থাকবে 67W Super VOOC চার্জিং সিস্টেম। মোবাইলটি বিভিন্ন ভেরিয়েন্টে লঞ্চ হবে, যে গুলির মধ্যে সর্বোচ্চ ভেরিয়েন্ট থাকবে 6GB RAM ও 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত হবে। এর দাম 18000 টাকার আশেপাশে থাকবে বলে আশা করা হয়েছে। যেটি আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে লঞ্চ হতে পারে।

Motorola Edge 50 Pro

6.72 ইঞ্চির অর্থাৎ 1080 x 2400 পিক্সেলসের OLED ডিসপ্লে থাকবে। এবং ডিসপ্লে Corning Gorilla Glass Victus Plus দ্বারা প্রটেকশন থাকবে। এবং ডিসপ্লেটি থাকবে Punch Hole যুক্ত। এটিতে 200 MP + 50 MP + 12 MP যুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে, যেটির সাহায্যে 4k আল্ট্রা এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে। এবং ফ্রন্ট ক্যামেরা থাকবে 60 মেগাপিক্সেল। এতে প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 8 Gen3 চিপসেট ব্যবহার করা হবে, যেটি একটি Octa Core প্রসেসর। এতে 4600 mAh হাইট ক্যাপাসিটিযুক্ত ব্যাটারি থাকবে, এর সঙ্গে 150W ফাস্ট চার্জিং এর ব্যবস্থা থাকবে। এটি একটি 5G মোবাইল হবে। এটি ভিন্ন ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটির সর্বোচ্চ ভেরিয়েন্ট 12 GB RAM ও 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত হবে। মোবাইলটিতে ডিসপ্লের ওপরেই ফিঙ্গারপ্রিন্টের সেন্সর থাকবে। যেটির মূল্য ভারতীয় টাকায় প্রায় 50000 টাকার আশেপাশে থাকবে। এই মোবাইলটিও আগামী মার্চ মাসে লঞ্চ হবে।

বিদ্র: – উপরে যে সমস্ত মোবাইল গুলির দাম এবং লঞ্চিং ডেট উল্লেখ করা হয়েছে সেগুলি হয়তো কিছুটা এদিক ওদিক হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *