আজ ৭ই ফেব্রুয়ারি ২০২৩, আজ টেকনোলজি সংক্রান্ত যে যে নতুন আপডেট গুলো জানা গিয়েছে সেগুলি নিম্নে উল্লেখ করা হলো।

realme মোবাইল সংক্রান্ত

বর্তমানে ইউরোপে realme এর CMO ফ্রান্সিস ওয়ং একটি realme মোবাইলের পেছনদিকের ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এবং তিনি জিজ্ঞেস করেন, এই মোবাইলটিকে কোথায় প্রথম লঞ্চ করা যেতে পারে। ফটোটিকে দেখে অনেকটা ট্রান্সপারেন্ট লাগছিল। দেখে মনে হচ্ছিল সম্ভবত realme GT সিরিজের ফোন হতে পারে। কারণ realme GT pro ক্যাটাগরির মোবাইল ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে।

তাছাড়া realme এর “Mobile Worlds Congress 2024” সিরিজ আসছে, এর মাধ্যমে হয়তো গ্লোবালিও লঞ্চ করতে পারে। তবে realme কি তথ্য দেয় এখন হচ্ছে ভাবনার বিষয়। সম্ভবত 26 বা 27 ফেব্রুয়ারি 2023 তারিখ সম্পূর্ণভাবে বোঝা যাবে।

NOTHING PHONE সংক্রান্ত

NOTHING PHONE 2A নতুন আপডেট এসেছে। NOTHING PHONE 2A মোবাইলটি NOTHING PHONE 1 এর অবশ্যই আপগ্রেটেড ভার্সন হবে। কিন্তু NOTHING PHONE 2A কবে এবং কোথায় লঞ্চ হবে সে বিষয়ে তেমন কোন আপডেট আছে।

Redmi note 13 turbo এবং POCO F6 আপডেট

Redmi note 13 turbo এবং POCO F6 মোবাইল দুটি সম্পর্কে নতুন আপডেট জানা গিয়েছে। যেখানে বলা হয়েছে এই দুটো মোবাইল একই। এবং এই দুটো মোবাইলেতে Snapdragon এর নতুন প্রসেসর ব্যবহার করা হবে। যেটি Snapdragon এর 4nm যুক্ত 8 সিরিজের প্রসেসর হবে।

XIAOMI MI A মোবাইল সিরিজ সংক্রান্ত আপডেট

আপনারা হয়তো অনেকেই জানেন XIAOMI মোবাইলের আগে MI এবং MI A সিরিজ লঞ্চ হতো। যেগুলিতে স্টক অ্যান্ড্রয়েড এভেলেবেল থাকতো। তবে মনে হচ্ছে XIAOMI MI A সংক্রান্ত মোবাইল লঞ্চ করতে পারে।

কারণ XIAOMI এমন একটি মোবাইলকে লিস্ট করেছে, যেখানে Snapdragon 7 Generation প্রসেসর এর সঙ্গে চায়নাতে XIAOMI CIVI নামে লঞ্চ হতে চলেছে। আর চায়নাতে CIVI সিরিজ লঞ্চ হলে সেটি XIAOMI A নামে গ্লোবালই লঞ্চ হয়ে থাকতো। তবে এখন কি হয় তা ভাববার বিষয়।

samsung এবং Qualcomm deal

samsung এবং Qualcomm এর মধ্যে বড় একটি খবর এসেছে। যেখানে samsung এবং Qualcomm তাদের মধ্যে থাকা ডিলকে বাড়িয়ে দিয়েছে। তাই এর পরেও samsung এর কিছু মোবাইলে Qualcomm Snapdragon এর প্রসেসর দেখা যেতে পারে।

Samsung galaxy G6 mobile আপডেট খবর

Samsung galaxy G6 mobile মোবাইলের ফটো রিভিলের মাধ্যমে বোঝা যায়। এর পেছন দিক যাই হোক না কেন, এর আগের দিক বর্ডার কাভার ডিসপ্লে হতে পারে। কারণ Samsung এই মোবাইলে পেছনের দিকে খুব একটা ফোকাস না করে আগের দিকে ফোকাস করেছে ক্রেতাদের আকর্ষণ করার জন্য।

XIAOMI Laptop আপডেট

XIAOMI Laptop সংক্রান্ত বিষয়ে জানা যাচ্ছে যে, বহুদিন আগে থেকেই XIAOMI এর তেমন কোনো Laptop লঞ্চ হয়নি। এমনকি ই-কমার্স প্ল্যাটফর্ম গুলিতেও কেনার জন্য XIAOMI Laptop খুব একটা পাওয়া যাচ্ছে না। তাই মনে হচ্ছে XIAOMI ভারতে ল্যাপটপের ব্যবসাকে হয়তো বন্ধ করে দিতে পারে।

POCO 6X NEO মোবাইলের আপডেট

সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে POCO 6X NEO ভারতে 1500 টাকার ভেতরে লঞ্চ হতে পারে। এতে Dimencity 6080 processor এবং 120 Hz FHD+ OLED ডিসপ্লে থাকবে। এবং ভারতে এটি যে কোনো সময়ই লঞ্চ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *