একটি কম্পিউটারের বিভিন্ন অংশ রয়েছে। এবং প্রত্যেকটি অংশ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ দিয়ে তৈরি। এবং প্রত্যেকটি অংশ যে যার নামে পরিচিত। নিচে কম্পিউটার CPU এবং BUS কি? সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

what is cpu
Photo by Athena & by David Yu from pexels.com

কম্পিউটার CPU (what is cpu)

কম্পিউটারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ হলো সিপিইউ অর্থাৎ অর্থাৎ central processing unit (cpu ka full form) । এটি কম্পিউটারের মস্তিষ্ক নামেও পরিচিত। CPU এর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। কম্পিউটারের যাবতীয় কাজকর্ম সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মাধ্যমে সম্পাদিত হয়। CPU-কে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর বলা হয়।

cpu images
CPU images by Jeremy Waterhouse from pexels.com

এটি সব ধরনের গাণিতিক ও যুক্তিভিত্তিক কাজকর্ম করতে পারে। এটি ইনপুট বা মেমোরি ইউনিট থেকে তথ্য সংগ্রহ করে, সেগুলিকে প্রসেসিং বা প্রক্রিয়াকরণ করে ফলাফল গুলি আউটপুট ইউনিটে পাঠিয়ে দেয়।

CPU এর উদাহরণ হল – পেন্টিয়াম IV, ডুয়াল কোর, অক্টা কোর ইত্যাদি।

CPU এর অংশ (cpu parts)

CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত। সেগুলি হল কন্ট্রোল ইউনিট, এরিথমেটিক লজিক ইউনিট এবং মেইন মেমোরি ইউনিট। নিম্নে এগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

1) কন্ট্রোল ইউনিট (control unit)

এটি একটি বিশেষ প্রকারের বৈদ্যুতিক সার্কিট, যা কম্পিউটারের সকল কার্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি ইনপুট অথবা আউটপুট ডিভাইস এবং মেমরি ইউনিটের মধ্যে সংযোগ সাধন করে। এটি কম্পিউটারকে ডাটা এবং ইনফরমেশন এর পার্থক্য বুঝতে সাহায্য করে।

অর্থাৎ কন্ট্রোল ইউনিট ইনপুট ডিভাইস থেকে তথ্য বা ইনফরমেশন গ্রহণ করে অ্যারিথমেটিক লজিক ইউনিট ও মেমরি ইউনিট এর সাহায্যে সেই তথ্য প্রসেসিং করে, এবং নির্দেশগুলিকে সঠিকভাবে পালন করার পর আউটপুট ডিভাইসে পাঠায়। অ্যারি

2) অ্যারিথমেটিক লজিক ইউনিট বা ALU ( arithmetic logic unit )

সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সমস্ত প্রকার গাণিতিক ও লজিক্যাল কার্যাবলী ALU অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিটে সম্পন্ন হয়। এটি যোগ, বিয়োগ, গুন, ভাগ সহ সরল গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। এটি বাইনারি অ্যারিথমেটিক অনুসারে কাজ করে।

এটি AND, NAND, OR, NOT, NOR প্রভৃতির লজিক্যাল কার্যাবলীও নিয়ন্ত্রণ করতে পারে। অ্যারিথমেটিক লজিক ইউনিট ইনপুট ও আউটপুট ডাটা, কোন লজিক্যাল বা গাণিতিক কাজ চলাকালীন উৎপন্ন ফলাফল প্রাথমিকভাবে জমা রাখে অ্যাকুমুলেটরে প্রাথমিকভাবে জমা রাখে।

3) প্রধান মেমোরি ইউনিট (main memory unit)

কম্পিউটারের একটি বিশেষ কাজ তথ্য সঞ্চয় বা ডাটাকে স্টোর করে রাখা। কম্পিউটারের যে অংশে কোন তথ্য কিছু শ্রমের জন্য অথবা চিরকালের জন্য সঞ্চিত থাকে তাকে প্রধান মেমোরি ইউনিট বা স্টোরেজ ডিভাইস বলা হয়। অর্থাৎ কম্পিউটারের মেমোরি হল কম্পিউটারের একটি মূল একক।

এখানে তথ্য এবং ইনফরমেশন গুলি সঞ্চিত রাখা হয়। মেমোরির মধ্যে ছোট ছোট ঘর বা স্থান আছে এগুলিকে সেল (Cell) বলে। এবং এখানেই তথ্য ও নির্দেশ সঞ্চিত হয়। সঞ্চিত তথ্য ফিরে পেতে হলে যে Cell এ তথ্য সঞ্চিত আছে তার ঠিকানা অ্যাক্সেস করতে হয় ।

প্রোগ্রাম লেখার সময় কম্পিউটার ডাটা সঞ্চয় স্থানের ঠিকানা জেনে রাখে। এরপর সাধারনত আর ঠিকানা জানার দরকার হয় না। কম্পিউটার নিজেই এটি ধরে রাখে এবং যখন প্রয়োজন আমরা ডাটা উদ্ধার করতে পারি

কম্পিউটার BUS

যে পরিবাহী তারের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন অংশে তথ্য বা ডাটা সঞ্চালিত হয় তাকে বাস (BUS) বলে। এই কম্পিউটার বাস (BUS) বিভিন্ন ধরনের হয়ে থাকে।

1) অভ্যন্তরীণ বাস (Internal bus)

কম্পিউটারের মাদারবোর্ড বা বিভিন্ন সার্কিট বোর্ডের ওপর যে সোনালী রঙের সরু সরু রেখা দেখা যায় সেগুলিকে অভ্যন্তরীণ বাস বলে। এই অভ্যন্তরীণ বাস (bus) চার ধরনের হয়ে থাকে।

a) ডাটা বাস (data bus)

এই বাস গুলির মাধ্যমে বিভিন্ন যন্ত্রাংশ গুলির মধ্যে ডাটা আদান-প্রদান হয়।

b) এড্রেস বাস (address bus)

এই বাস সিস্টেমের মাধ্যমে মেমোরির সঠিক অবস্থান নির্ণয় এবং সেখান থেকে তা গ্রহণ বা সরবরাহ করা হয়।

c) কন্ট্রোল বাস (control bus)

কন্ট্রোল বাসের মাধ্যমে CPU থেকে দেওয়া সিগন্যাল গুলিকে বহন করে এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ যেমন কিবোর্ড, মাউস, প্রিন্টার, ডিস্ক ড্রাইভ ইত্যাদির মধ্যে সমন্বয় সাধন করে।

d) পাওয়ার বাস (power bus)

এইবার কম্পিউটারের বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ করে।

2) বহিস্থ বাস (external bus)

মাদারবোর্ডে অনেকগুলি সারিবদ্ধ পোর্ট বা স্লট দেখতে পাওয়া যায়। এই পোর্ট বা স্লট গুলির মধ্যে অনেক পিন বসানো থাকে। ইন্টারনাল বাসগুলি এই স্লটগুলির সঙ্গে যুক্ত থাকে। এবং বহিস্ত বাস গুলি ওই স্থানে ইন্টারনাল বাসের সঙ্গে যুক্ত হয়। ফলে মাদারবোর্ড ও অন্যান্য যন্ত্রাংশ গুলির মধ্যে সংযোগ স্থাপন হয়। যেমন- ইউনির্ভাসাল সিরিয়াল বাস।

CPU কি?

cpu images

CPU বা central processing unit definition দিতে গেলে বলা যায়। এটি একটি কম্পিউটারের মস্তিষ্ক। কারণ আমাদের ব্রেন যেমন আমাদের পুরো শরীরকে পরিচালনা করে, তেমনি CPU এর মাধ্যমে কম্পিউটারের যাবতীয় কাজকে প্রক্রিয়াকরণ বা সম্পাদন করা হয়।

CPU উপাদান গুলি কি কি?

central processing unit components গুলি হল কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, প্রধান মেমোরি ইউনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *