জুলাই মাসের মতো আগস্ট মাসেও কিছু ধামাকাদার মোবাইল লঞ্চ হতে চলেছে। যেখানে লো রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ এবং হাই রেঞ্জের মোবাইলে অনেক রয়েছে। নিচে মোবাইলগুলি সম্পর্কে ডিসকাস করা হয়েছে।
1) Vivo V40 Series
এই মোবাইলটিতে ডিসপ্লে হিসেবে 6.7 ইঞ্চির কার্ভড এমোলেড ডিসপ্লে থাকবে। এতে প্রধান ক্যামেরা 50 MP + 50 MP থাকবে, এবং ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেলের থাকবে। এতে Snapdragon 7 Gen 3 এর octa core প্রফেসর থাকবে। মোবাইলটি দুইটি ভেরিয়েন্টি লঞ্চ হবে, যেখানে একটি ভেরিয়েন্টে 8 gb ram ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এবং অপর একটি ভেরিএন্টে 12GB ram ও 512GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। এতে 5000mAh এর হাই ক্যাপাসিটিযুক্ত ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং এর ব্যবস্থা থাকবে। এটির মূল্য আনুমানিক 39,999 টাকার আশেপাশে থাকতে পারে। মোবাইলটি অগাস্ট মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে।
2) Motorola edge 50 NEO
এতে 6.55 ইঞ্চির P-OLED ডিসপ্লে থাকবে। ক্রিমটিতে Corning Gorilla Glass 3 প্রটেকশন থাকবে। মোবাইলটিতে Mediatek Dimensity 7300 Octa-core প্রসেসর থাকবে। মোবাইলটি দুইটি ভেরিয়েন্টের লঞ্চ হবে, এখানে একটি ভেরিয়েন্ট 256GB ইন্টারনাল স্টোরেজ ও 8GB RAM যুক্ত হবে, এবং অপর ভেরিয়েন্টি 512GB ইন্টারনাল স্টোরেজ ও 12GB RAM যুক্ত হবে। মোবাইলটিতে 50 MP + 10 MP+ 13 MP প্রধান ক্যামেরা হবে, এবং 32 MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। মোবাইলটিতে 4310 mAh ব্যাটারি থাকবে এবং 68W ফার্স্ট চার্জিং এর ব্যবস্থাও থাকবে। মোবাইলটির মূল্য 20,000 টাকার আশেপাশে থাকতে পারে। মোবাইলটি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে লঞ্চ হতে পারে।
3) Realme 13 pro
এই মোবাইলটিতে 6.74 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে। মোবাইলটিতে 50MP+50MP+8MP প্রধান ক্যামেরা সহ 32MP এর ফ্রন্ট ক্যামেরা থাকবে। মোবাইলটিতে Snapdragon 7s Gen 2 এর Octa-core প্রসেসর থাকবে। মোবাইলটি বিভিন্ন ভেরিয়েন্টে।লাঞ্চ হবে, এর সর্বনিম্ন ভেরিয়েন্ট 128GB ইন্টারনাল স্টোরেজ ও 8GB RAM যুক্ত, এবং এর সর্বোচ্চ ভেরিয়েন্ট 1TB ইন্টারনাল স্টোরেজ 16GB RAM যুক্ত হবে। মোবাইলটিতে 5050 mAh ব্যাটারি সহ 80W ফাস্ট চার্জিং এর ব্যবস্থা থাকবে। মোবাইলটির মূল্য আনুমানিক 30,000 টাকার আশে পাশে থাকতে পারে। মোবাইলটি জুলাই মাসের 30 বা 31 তারিখ অথবা আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে লঞ্চ হতে পারে।
4) Google pixel 9 pro
এই মোবাইলটিতে 6.7 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে থাকবে। ইতি গুগল এর নিজস্ব Google Tensor G4 প্রসেসর থাকবে। মোবাইলটিতে 50 MP + 48 MP+ 48 MP প্রধান ক্যামেরা হবে, এবং 10 MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। মোবাইলটিতে 5100mAh ব্যাটারি যুক্ত 30W ফাস্ট চার্জিং এর ব্যবস্থা থাকবে। এর সর্বনিম্ন ভেরিয়েন্ট 12GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত থাকবে, এবং সর্বোচ্চ ভেরিয়েন্ট 16GB RAM ও 1TB ইন্টারনাল স্টোরের যুক্ত হবে। এর দুটি মডেল থাকবে, যার মধ্যে একটি হল Google pixel 9 এবং অপরটি হল Google pixel 9 pro মডেল । Google pixel 9 pro মোবাইলটি একটি ফোল্ডিং মোবাইল হবে। এটি ভারতে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের দিকে লঞ্চ হতে পারে।
5) Samsung S24 FE
মোবাইলটিতে 6.5 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। এই মোবাইলটিতে Exynos 2400 প্রসেসর থাকবে। মোবাইলটিতে 2GB র্যাম ও 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। মোবাইলটিতে 4,500mAh battery এর সঙ্গে 25W ফাস্ট চার্জিং এর ব্যবস্থা থাকবে। মোবাইলটিতে পেছনের অর্থাৎ প্রধান ক্যামেরা 50 MP + 12 MP + 8 MP এবং 10 MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। মোবাইলটি আগস্ট মাসের শেষ সপ্তাহের দিকে লঞ্চ হতে পারে। এই মোবাইলটির মূল্য 50,000 টাকার আশেপাশে থাকতে পারে।
6) INFINIX NOTE 40X 5G
মোবাইলটিতে 6.7 ইঞ্চির IPS LCD ডিসপ্লে থাকবে। মোবাইলটিতে MediaTek Dimensity 6300 SoC প্রসেসর থাকবে। এতে 12GB RAM ও 256GB ইন্টার্নাল স্টোরেজ থাকবে । মোবাইলটিতে 108MP + 2MP প্রধান ক্যামেরা সহ 8MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। মোবাইলটিতে 5,000mAh ব্যাটারির সঙ্গে 18W ফাস্ট চার্জিং এর ব্যবস্থা থাকবে। এ মোবাইলটি আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। মোবাইলটি ১৫০০০ টাকার নিচে মূল্য থাকার সম্ভাবনা রয়েছে।
7) iQOO Z9 Pro
এই মোবাইলটিতে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এতে Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর থাকবে। মোবাইলটিতে 8GB RAM ও 128 GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। মোবাইলটিতে 50MP + 2MP Rear ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। এতে 6000mAh হাই ক্যাপাসিটি যুক্ত ব্যাটারির সঙ্গে 80W ফাস্ট চার্জিং এর ব্যবস্থা থাকবে। মোবাইলটি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে লঞ্চ হতে পারে। মোবাইলটির মূল্য আনুমানিক 24,000 টাকার আশেপাশে থাকতে পারে।
8) Honor Magic6 Pro
মোবাইলটিতে 6.8 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে থাকবে। এতে Qualcomm Snapdragon 8 Gen 3 Octa-core প্রসেসর থাকবে। মোবাইলটিতে 180MP + 50MP + 50MP Rear ক্যামেরার সঙ্গে 50MP Front Camera থাকবে। এটি 12GB RAM ও 512GB ইন্টারনেল স্টোরেজ হবে। এতে 5500 mAh হাই ক্যাপাসিটি যুক্ত ব্যাটারি সঙ্গে 80W ফাস্ট চার্জিং এর ফ্যাসিলিটি থাকবে। এই মোবাইলটি ভারতে আগস্ট মাসের প্রথম সপ্তাহে লঞ্চ হতে পারে। এর মূল্য আনুমানিক 80,000 টাকার আশেপাশে থাকতে পারে।