নিচে কিছু অভ্যন্তরীণ এবং বহিঃস্থ শর্টকাট নির্দেশ বা শর্টকাট কমান্ড উল্লেখ করা হয়েছে। যে শর্টকাট কমান্ড গুলি ব্যবহার করলে অল্প সময়ে ও অল্প পরিশ্রমে কম্পিউটারের যেকোনো কাজ অতি সহজে করা যাবে।

external commands of dos
Image by sin won jang from Pixabay

কয়েকটি প্রধান অভ্যন্তরীণ নির্দেশ (Some Basic Internal Commands)

C:\>CLS :-  DOS প্রশ্ট ও কারসার (cursor) রেখে পর্দার বাকি সব মুছে ফেলে।

C:\>Date  – এই কমান্ডটি সিস্টেমের বর্তমান তারিখ দেখায়। এ ছাড়াও তারিখ পরিবর্তন করতেও ব্যবহৃত হয়।

C:\>Time :- সিস্টেমের সময় দেখা যায়। এ ছাড়া সিস্টেমের সময় পরিবর্তন করা যায়।

C:\>DIR :- এই কমান্ডটি কোনো নির্দিষ্ট ডিরেক্টরির  অন্তর্ভুক্ত সমস্ত ফাইল ও সাবডিরেক্টরি গুলির একটি তালিকা প্রদর্শন করে।

 কমান্ডের বিভিন্ন সুইচগুলি (Switch) হল—

C:\>DIR/P :- সম্পূর্ণ তালিকাটি স্ক্রিনে না ধরলে, Pagewise দেখার জন্য এই সুইচটি ব্যবহার করা হয়।

C:\>DIR/W :-  সম্পূর্ণ তালিকাটি Widthwise বা বিস্তৃত আকারে পাশাপাশি দেখায়।

C:\>DIR/S :- কোনো ডিরেক্টরির অন্তর্গত ফাইল এবং সাবডিরেক্টরিগুলির তালিকা দেখায়।

C:\>DIR/L :- ফাইল ও ডিরেক্টরির নামগুলি ছোটো হাতের অক্ষরে (Lower case) দেখা যায়।

C:\>DIR/AH  :- ডিস্কে উপস্থিত লুকানো (Hidden) ফাইলগুলি দেখায়।

ওয়াইল্ডকার্ড (Wildcard) :- DIR কমান্ডের সঙ্গে দুটি বিশেষ চিহ্নের সাহায্যে একসঙ্গে একাধিক ফাইলকে চিহ্নিত করা যায়। এই চিহ্ন দুটি হল ‘*’ (Astericks) ও ‘?’। এই চিহ্ন দুটিকে ওয়াইল্ডকার্ড ক্যারেকটার (Wildcard Character) বলে।

C:\>DIR A **  :- ডিস্কে উপস্থিত সমস্ত ফাইলের মধ্যে যে সকল ফাইলের শুরু A অক্ষর দ্বারা শুরু হয়েছে সেই ফাইলগুলিকে স্ক্রিনে দেখাবে।

C:\>DIR *.TXT :-  ডিস্কে উপস্থিত .TXT এক্সটেনশন যুক্ত ফাইলগুলির তালিকা দেখাবে।

C:\>DIR ?A **  :- যে সকল ফাইলের প্রাইমারি নামের দ্বিতীয় অক্ষরটিতে A রয়েছে সেই সমস্ত ফাইলের তালিকা দেখাবে।

C:\>DIR *C* :– যে সকল ফাইলের এক্সটেনশন C দ্বারা শুরু হয়েছে সেই সমস্ত ফাইলের তালিকা দেখাবে।

C:\>DIR *.SYS :- ডিস্কে উপস্থিত সময় সিস্টেম ফাইলের তালিকা দেখাবে।

C:\>MD ABC :- এই কমান্ডের সাহায্যে নতুন ডিরেক্টরি তৈরি করা হয়।

 C:\>CD ABC :- এই কমান্ডের সাহায্যে ডিরেক্টরি  বা সাবডিরেক্টরির ভিতরে প্রবেশ করা যায় ।

C:\>RD_ABC :- এই কমান্ডের সাহায্যে কোনো ডিরেক্টরি মুছে ফেলা যায়।

C:\> abc data ‘Ctrl + Z’ C:\> :- এই কমান্ড দিয়ে টেক্সট্ ফাইল তৈরি করা যায়। টেক্সটি টাইপ করার পর Ctrl + Z অথবা F6 বা টিপে ফাইলটি ডিস্কে সেভ করতে হয়। Examlpe ::- C:\>Content of file {I am a student of Calcutta Boys School} Ctrl+Z {^z 1 file(s) copied C:\>

C:\> abc data C:\> এই কমান্ডের সাহায্যে ডিস্কে উপস্থিত যে কোনো ফাইলের কনটেন্ট অর্থাৎ উক্ত ফাইলের ভেতরে কী তথ্য রয়েছে তা দেখা যায়। Example::- C:\>Type College Content of file (I am a student of Calcutta Boys School C:\>

C:\>Ren :- এই কমান্ডের সাহায্যে ডিস্কে উপস্থিত কোনো ফাইলের নাম পরিবর্তন করা যায় ।

C:\>Del ABC :- এই কমান্ডের সাহায্যে ডিস্কে  উপস্থিত যে-কোনো ফাইল বা ফাইলগুলিকে মুছে ফেলা যায়।

✍️  কয়েকটি বহিস্থ নির্দেশ (Some External Commands) –

C:1>ATTRIB+H ABC :- এই কমান্ডের সাহায্যে ফাইলের প্রকৃতি বা অ্যাট্রিবিউট (Attribute) পরিবর্তন করা যায় । এই কমান্ডটির সাহায্যে ABC নামক ফাইলটি লুক্কায়িত (Hidden) ফাইলে পরিণত হবে। এক্ষেত্রে ফাইলটি স্ক্রিনে দেখা যাবে না।

C:\> ATTRIB -H ABC :-  এই কমান্ডটি প্রয়োগ করলে

ABC নামক ফাইলটি Un-hide ফাইলে পরিণত হবে এবং স্ক্রিনে আবার দেখা যাবে।

C:\>ATTRIB+R ABC :- এই কমান্ডটি প্রয়োগ করলে  ফাইলটি Read only ফাইলে পরিণত হয়। এর ফলে ফাইলটিকে Del কমান্ড দ্বারা মোছা যাবে না।

C:\>ATTRIB-R ABC :-  এই কমান্ড প্রয়োগ করলে ফাইলটি Read write ফাইলে পরিণত হয়। এক্ষেত্রে Del কমান্ড দ্বারা উক্ত ফাইলটিকে পুনরায় মোছা যাবে।

C:\>MOVE/Y :- এই কমান্ডটি এক বা একাধিক ফাইল বা ডিরেক্টরি এক স্থান থেকে অন্যত্র স্থানান্তরিত করে এবং ফাইল ও ডিরেক্টরির নাম পরিবর্তন করে।

C:\>MOVE ABC XYZ :– / Y এই option টি কোনো অনুমতি ছাড়াই ফাইল বা ডিরেক্টরিকে স্থানান্তরিত করে। /-Y এই option টি ব্যবহার করলে DOS আগের ফাইলটিকে নষ্ট করার আগে অনুমতি নেয় যে সে আগের ফাইলের ওপরেই নতুন ফাইলটি লিখবে (overwrite) কিনা।

C:\>MORE <data (my school ) :- ডিস্কে সংরক্ষিত কোনো ফাইলের তথ্য বা Content- এর পরিমাণ বেশি হলে, একসঙ্গে সমস্ত তথ্য দেখা যায় না। তাই তথ্য page-wise দেখার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।

C:\ EDIT COMPUTER :- এই কমান্ডের সাহায্যে নতুন  ফাইল তৈরি করা যায় বা পূর্বে তৈরি কোনো ফাইলকে সংশোধন করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *