ডিসেম্বর মাস বছর শেষ মাস। এই ডিসেম্বর মাসে অনেক ভালো ফোন লঞ্চ হতে চলেছে। যেখানে প্রতিটি প্রাইস রেঞ্জে 2-3টা ফোন লঞ্চ হবে। যেখানে আপনারা 25,000 এর নিচে, 35000 এর নিচে, 50000 হাজারের মধ্যে কমপক্ষে ২-৩টা ফোন লঞ্চ হবে। এমন কিছু ফোন লঞ্চ হতে চলেছে যার জন্য আপনাদের সত্যিই অপেক্ষা করা উচিত। তাই আপনারা যেদিন নতুন কোন ফোন কিনবেন বলে ভাবছেন তাহলে আপনাদের জন্য এই পোস্টটি খুবই উপকারী হবে। নিচে মোবাইলগুলি সম্পর্কে উল্লেখ করা হল –

ভারতে নিচের ফোনগুলি লঞ্চ হতে চলেছে (Upcoming mobile phone in india)
1. realme P4X
এই ফোনটি ডিসেম্বরের প্রথম সপ্তাহেই লঞ্চ লঞ্চ হওয়ার কথা ছিল এবং সে অনুযায়ী লঞ্চ হয়ে গিয়েছে। এতে 7400mAh ব্যাটারি রয়েছে, সঙ্গে 45W Super Charging ফ্যাসিলিটি। আর দাম বিভিন্ন ভেরিয়েন্ট অনুপাতে 15999 থেকে 19,999 টাকার মধ্যে রাখা হয়েছে। ফোনটিতে 6.72 inches LCD ডিসপ্লে থাকবে। এই ফোনটিতে 6GB RAM থেকে 8GB RAM পাবেন। এবং 128GB ইন্টারনাল স্টোরেজ থেকে 256GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। ফোনটিতে MediaTek Dimensity 7400 Ultra অক্টাকোর প্রসেসর পাবেন। ফোনটিতে মেন ক্যামেরা 50 MP + 2 MP ডুয়েল ক্যামেরা পাবেন, এবং ফ্রন্ট ক্যামেরা 8 MP পাবেন।
2. Motorola Edge 70
Edge 70 সিরিজের বেস ভার্সন ডিসেম্বরের 15 তারিখে লঞ্চ হতে চলেছে। এর সামনে থাকবে 50MP + 50 MP ডুয়েল সেলফি ক্যামেরা , এবং পিছনে 50MP ক্যামেরা। তাই এটা ক্যামেরা প্রেমীদের কাছে ভালো ফোন হবে। এতে Qualcomm Snapdragon 7 Gen 4 Octa Core প্রসেসর পাবেন। ফোনটিতে সর্বোচ্চ 12 GB পর্যন্ত RAM থাকবে, এবং 256 GB পর্যন্ত internal storage থাকবে। ফোনটিতে 4800 mAh ব্যাটারির সঙ্গে 68W Turbo Power চার্জিং ফেসিলিটি থাকবে। ফোনটিতে 6.7 ইঞ্চির P-OLED ডিসপ্লে থাকবে।
3. Redmi Note 15
এই ফোনটিতে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে। আর থাকবে বড় একটা 7000 mAh ব্যাটারির সঙ্গে 90W Fast Charging ফ্যাসিলিটি। এই ফোনটিতেও Qualcomm Snapdragon 7 Gen 4 Octa Core প্রসেসর পাবেন । ফোনটিতে 50MP + 8 MP + 50 MP Telephoto ব্যাক ক্যামেরা থাকবে, এবং ফ্রন্ট ক্যামেরা 32 MP থাকবে। ফোনটিতে আপটু 12 GB পর্যন্ত RAM থাকবে, এবং ইন্টারনাল স্টোরেজ থাকবে 256 GB পর্যন্ত।
4. Oppo Reno 15
ফোনটিতে 6.32 inches AMOLED ডিসপ্লে থাকবে। হাই ক্যাপাসিটি যুক্ত MediaTek Dimensity 8450 Octa core প্রসেসর থাকবে। এবং সর্বোচ্চ 256 GB ইন্টার্নাল স্টোরেজ ও 12 GB RAM থাকবে। এই মোবাইলটি ক্যামেরার দিক থেকেও উন্নত মানের হবে, কারণ এতে পেছনে 200 MP + 50 MP + 50 MP ট্রিপল ক্যামেরা থাকবে, যেখানে 120x Digital Zoom করার ফেসিলিটি থাকবে। এবং ফ্রন্ট ক্যামেরা 50 MP থাকবে। ফোনটিতে 6200 mAh ব্যাটারির সঙ্গে 80W Super চার্জিং ফ্যাসিলিটি থাকবে। এর দাম আনুমানিক 30,000 থেকে 33000 টাকার মধ্যে থাকতে পারে। এটি ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের দিকে লঞ্চ হতে পারে।
5. OnePlus 15R
এই ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Octa core প্রসেসর থাকবে। সর্বোচ্চ 16 GB RAM ও 516 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে। এই ফোনটিতে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে। ক্যামেরার কথা যদি বলি, এতে পিছনে 50 MP Primary Camera + 8 MP Ultra-Wide Angle Camera 50 MP Telephoto Camera থাকবে। এবং ফ্রন্টে থাকবে 16 MP ক্যামেরা। ফোনটিতে 8300 mAh ভেরি হাই ব্যাটারির সঙ্গে 100W ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি থাকবে। এই ফোনটি এই ডিসেম্বর মাসের 17 তারিখে লঞ্চ হবে। এর দাম কিন্তু প্রায় 50 হাজারের কাছাকাছি থাকতে পারে। কারণ OnePlus 15 মোবাইলের দাম কিন্তু অনেকটাই বেশি ছিল। আর এই ফোনটি ওই ক্যাটাগরির।
POCO F8 Pro
এই মোবাইলটিতে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে। এটিতেও Qualcomm Snapdragon 8 Elite Octa core প্রসেসর থাকবে। সর্বোচ্চ 12 GB RAM ও 256 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে। মোবাইলটিতে 6210 mAh ব্যাটারির সঙ্গে 100W Hyper Charging ফ্যাসিলিটি থাকবে। মোবাইলটিতে প্রাইমারি অর্থাৎ পেছনেতে 50 MP Wide Angle + 50 MP Telephoto + 8 MP Periscope ট্রিপল ক্যামেরা, এবং 20 MP সেলফি ক্যামেরা থাকবে। এই মোবাইলটি ডিসেম্বর মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহের দিকে লঞ্চ হবে।
realme GT 8
গত নভেম্বর মাসে realme GT 8 pro লঞ্চ হয়েছে, যার দাম ছিল 50 হাজার টাকার উপরে। এবারে তার মিনি ভার্সন realme GT 8 লঞ্চ হতে চলেছে। তবে যেহেতু এটি লাইট ভার্সন হবে তাই এর দাম আশা করা যায় 50 হাজারের মধ্যে থাকবে। এতে থাকবে Qualcomm Snapdragon 8 Extreme Edition Octa Core প্রসেসর। থাকবে সর্বোচ্চ 12 GB RAM এর সঙ্গে 256 GB ইন্টারনাল স্টোরেজ। মোবাইলটিতে 7000 mAh ব্যাটারির সঙ্গে 100W Super Flash Charging ফেসিলিটি থাকবে। এতে 6.79 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে থাকবে। মোবাইলটিতে পেছনেতে 50 MP + 8 MP + 50 MP ট্রিপিল ক্যামেরা থাকবে, এবং ফ্রন্ট ক্যামেরা 16 MP থাকবে। এটি ২০২৫ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে লঞ্চ হবে।
ডিসেম্বর মাসে আরো অনেক ফোন লঞ্চ হবে। এখানে আপনাদের কি ভালো ভালো কয়েকটি ফোনের কথা উল্লেখ করা হয়েছে। আপনারা যদি অনলাইনে খোঁজ নেন তাহলে অবশ্যই আরো অনেক তথ্য পেয়ে যাবেন।