আজ 14/12/2025 রবিবার, আজকে কি কি টেকনোলজি নিউজ ট্রেন্ডিংয়ে রয়েছে , কি কি নতুন লঞ্চ হয়েছে সেগুলি সম্পর্কে বিস্তারিত নিচে উল্লেখ করা হলো।

Technology News 14/12/2025

Linux নতুন আপডেট

=- আপনারা সকলেই জানেন লিনাক্স একটি সিকিউরিটি সফটওয়্যার । যেটি ডেস্কটপে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে নিরাপত্তা রক্ষার জন্য ব্যবহার করা হয়ে থাকে। লিনাক্স এর তরফ থেকে কালী লিনাক্স ভার্সেন  2025.4 লঞ্চ করা হয়েছে। যেখানে তিনটি নতুন ফিচারসহ আপডেট করা হয়েছে। আপডেট গুলি হল নিম্নরূপ –

bpf-linker – BPF প্রোগ্রামের ক্ষেত্রে সহজে আপনারা স্ট্যাটিক লিঙ্কার করতে পারবেন। এই 2025.4 আপডেটের মাধ্যমে।

evil-winRM-py – WinRM এর নতুন আপডেটের মাধ্যমে এবার থেকে আপনারা দূরবর্তী কম্পিউটার বা যেকোনো উইন্ডোজ এ কমান্ড পাঠাতে পারবেন ও এক্সেস করতে পারবেন। 

hexstrike-ai  –  এটি একটি পাইথন রিলেটেড টুলস। নতুন আপডেটে মাধ্যমে আপনারা রিমোট সিস্টেম উইন্ডোজ এক্সেস করতে পারবেন।

iOS 26.2 নতুন ভার্সন

 ম্যাকওয়ার্ল্ডের গবেষণার পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে অ্যাপেল তার আইফোন গুলিতে ios ভার্সেনের নতুন আপডেট করতে চলেছে। ভার্সনটি হল iOS 26.2 , এই নতুন ভার্সন এর কয়েকটি বিশেষ ফিচার থাকবে যা আইফোনগুলোকে আরো বেশি আপডেটেড করে তুলবে। টিচার গুলি হল AirDrop, alarm, visual refinements সংক্রান্ত। ফোন গুলির নিরাপত্তা আরো বেশি কিভাবে বাড়ানো যায় সেই বিষয়েও এই আপডেটসে লক্ষ্য করা হয়েছে। 

WhatsApp নতুন আপডেট

 ছুটির দিন অর্থাৎ আজ রবিবারে whatsapp নতুন ফিচার নিয়ে নতুন আপডেট নিয়ে এসেছে। যেখানে whatsapp ভিডিও এবং অডিও কলিং কানেক্টিভিটিকে ইমপ্রুভ করেছে। 

সেই সঙ্গে এবার থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট সেকশনে টেক্সট থেকে ইমেজ বা ভিডিও করার ব্যবস্থা থাকবে AI টুলস এর মাধ্যমে। 

পরবর্তী আপডেটটি হল হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সংক্রান্ত। যেখানে আপনারা টেটাসগুলিকে আরো ভালোভাবে কাস্টমাইজ করতে পারবেন। 

এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেল এর মাধ্যমে এবার থেকে আপনি আপনার সাবস্ক্রাইবারদের জন্য বা ফলোয়ারদের জন্য প্রশ্ন ও উত্তর সেকশন তৈরি করতে পারবেন। যেখানে আপনি কম্পিউটার বেসড কোশ্চেন এর মত এমসিকিউ প্রশ্ন তৈরি করতে পারবেন এবং আপনার ফলোয়াররা সেখান থেকে উত্তর সিলেক্ট করতে পারবে। 

Motorola Moto 70 Ultra মোবাইল

মোটরওয়ালার একটি নতুন মোবাইল লঞ্চ হওয়ার জন্য লিস্টিং হয়েছে। মোবাইলটির নাম হল Motorola Moto 70 Ultra , এই মোবাইলটিতে 200MP Ultra মেইন ক্যামেরা থাকবে। মোবাইলটিতে 6000mAh হাই ক্যাপাসিটি যুক্ত ব্যাটারির সঙ্গে 135W টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং এর ব্যবস্থা থাকবে। মোবাইলটিতে 6.8 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে । সেই সঙ্গে মোবাইলটিতে 16GB RAM and 256GB ইন্টারনাল স্টোরেজের ফ্যাসিলিটি থাকে। এবং লিক হওয়া তথ্য অনুযায়ী মোবাইলটির মূল্য 18,000 টাকার মধ্যে থাকবে।

Samsung S26 Ultra 5G মোবাইল লঞ্চ ডেট

Samsung S26 Ultra 5G মোবাইলটি ইন্টারন্যাশনাল লঞ্চড হয়ে গিয়েছে। আপনারা যদি কিনতে চান তাহলে বিভিন্ন ই-কমার্স সাইটের মাধ্যমে কিনতে পারবেন। যেটিতে 240MP প্রধান ক্যামেরা, 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।এবং 130W টার্বো চার্জিং ফ্যাসিলিটি রয়েছে। মোবাইলটিতে Qualcomm Snapdragon 8 জেনারেশনের প্রসেসর রয়েছে। মোবাইলটি ভারতীয় লঞ্চ হতে চলেছে, তবে এটি 2025 সালে লঞ্চ হবে না, কারণ লঞ্চ হবার ডেট 2026 সালের 25শে ফেব্রুয়ারি স্থির হয়েছে।

Kawasaki Ninja 600 বাইক

Kawasaki Ninja 600 সুপার বাইকটি ভারতে লঞ্চ হয়েছে। এই সুপার বাইকটিতে 636cc Inline-4 হাই স্পিড যুক্ত ইঞ্জিন থাকবে। বাইকটিতে সমস্ত ফিচার এডভান্স টেকনোলজি যুক্ত সম্পূর্ণ ডিজিটালি থাকবে। এই বাইকটিতে খুবই স্ট্রং ব্রেক এবং সম্পূর্ণ সেফটির ব্যবস্থা। যাতে ডিসব্রেক মারতে গেলে কোন দুর্ঘটনা না ঘটে। বাইক কি আপনারা সম্পূর্ণ ক্যাশ টাকায় নিতে পারেন, এমনকি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে ডাউন পেমেন্টের মাধ্যমেও নিতে পারেন।

7-Seater SUV গাড়ি সংক্রান্ত তথ্য

SUV তার একটি নতুন গাড়ি লঞ্চ করেছে যেখানে সাতজন গাড়ির মধ্য ভালোভাবে বসতে পারবেন। অর্থাৎ গাড়িতে বসার জন্য সাতজনের সিট থাকবে। গাড়িটি 30 kmpl মাইলেজ দিবে। গাড়িটি কম তেলে বেশি রাস্তা যাবে। গাড়িটিতে Renault Triber 2025 ইঞ্জিন থাকবে। 8 ইঞ্চির একটি টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে গাড়িটিকে কন্ট্রোল করার জন্য। এতে অ্যাডভান্স নেভিগেশন টেকনোলজি থাকবে।

গাড়িটিতে এয়ার কন্ডিশন সহ একটি কুলার স্টোরেজ থাকবে। যেখানে জল, ফল ও খবর দ্রব্য স্টোর করে রাখা যাবে। গাড়িটি 1 লিটার তেল 18-20 কিলোমিটার চলবে বলে জানা গিয়েছে। এটি কেনার জন্য আপনার 6.28 লক্ষ টাকা থেকে 8.86 লক্ষ টাকার মধ্যে লাগতে পারে।

Hero Electric Bike 2025 সম্পর্কে

হিরো মোটর বাইক কোম্পানি তাদের একটি ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। যেটিতে অতি উন্নত মানের ব্যাটারির সঙ্গে সুপার মাইলেজ ব্যাবস্থা আছে, যেখানে একবার চার্জ দিলেই 560KM পথ যাওয়া যাবে। এমনকি গাড়িটিতে সুপারফাস্ট চার্জিং এর ব্যবস্থাও থাকবে, যেখানে আপনার এক ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

এছাড়া এই গাড়িটিতে আরো অনেক ফিচার থাকবে, যেমন গাড়িটিতে অ্যালার্মের ব্যবস্থা থাকবে যাতে চুরি হওয়া থেকে রক্ষার জন্য অ্যালার্ম দেয়া যায়। সেফটি সহ ডিস ব্রেক, ডিজিটাল স্ক্রিন, ব্লুটুথ কানেকশন, ক্লক আরো অনেক কিছু এই ইলেকট্রিক বাইকটির মধ্যে থাকবে। এর মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকার মত পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *