আজ 31শে ডিসেম্বর 2025 (বুধবার) দৈনিক টেক নিউজ সম্পর্কে নিচে উল্লেখ করা হলো। যেখানে আপনারা Gas, পেট্রোল ও ডিজেলের মূল্য সহ OnePlus, Jio 365 plan, Realme, Realme Narzo 90x, Philips Smart Tv, TVS Apache 160 4V এবং আরো অন্যান্য টেকনোলজি সংক্রান্ত তথ্য নিচে উল্লেখ করা হলো।

Gas, পেট্রোল ও ডিজেলের মূল্য –
আজকে 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য হল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পরিপ্রেক্ষিতে 875 টাকা থেকে 905 টাকার মধ্যে। কলকাতায় রান্নার গ্যাসের নেট মূল্য 879.2 টাকার মত।
আজ পশ্চিমবঙ্গের পেট্রোলের মূল্য 105.41 টাকার মতো প্রতি লিটারে। এবং ডিজেলের মূল্য হল 92.05 টাকা প্রতি লিটার, ও সিএনজির মূল্য হল 91.00 টাকা প্রতি কেজি।
OnePlus নতুন 5G mobile খবর
ওয়ানপ্লাস কোম্পানি ভারতে একটি নতুন ফাইভ জি মোবাইল লঞ্চ করতে চলেছে। যেটির বিচার খুবই দুর্দান্ত রয়েছে এবং মূল্য খুবই কম টাকার মধ্যে হতে পারে। যেটিতে 100 মেগাপিক্সেল এর মত প্রধান ক্যামেরা থাকবে। এবং ফন্ট ক্যামেরা 16 মেগা পিক্সেল থাকবে।
7000 হাই ক্যাপাসিটিযুক্ত ব্যাটারির সঙ্গে 135W ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি। মোবাইলটিতে 8GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ ফ্যাসমিটি থাকবে। মোবাইলটির নাম হল OnePlus Nord CE 3 Lite 5G, এবং এই মোবাইলটির মূল্য কুড়ি হাজার টাকার আশেপাশে থাকবে।
Jio 365 দিনের নতুন প্ল্যান
জিও মোবাইল নেটওয়ার্ক কোম্পানি একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানটিতে প্রতিদিন 2GB ডাটার সঙ্গে বিভিন্ন নেটওয়ার্কে আনলিমিটেড কলের ফ্যাসিলিটি পেয়ে যাবেন। এর সঙ্গে আপনারা জিও টিভিতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এই প্লেনটির ভ্যালিটি পুরো এক বছর থাকবে অর্থাৎ 365 দিন।
Realme নতুন মোবাইল সম্পর্কে খবর
Realme মোবাইল কোম্পানি একটি নতুন মোবাইল ভারতে লঞ্চ করতে চলেছে। যেটিতে ব্যাটারির ওপরে সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে। এই মোবাইলটিতে 10,001mAh খুবই হাই ক্যাপাসিটি যুক্ত ব্যাটারি থাকবে। Android 16 ভার্সেন থাকবে। মোবাইলটিতে সর্বোচ্চ 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। মোবাইলটিতে অন্যান্য ফেসিলিটি Realme GT 7 মোবাইলের মতো থাকবো। মোবাইলটি প্রথমে চায়নাতে পরে ভারতে লঞ্চ হবে।
Realme Narzo 90x মোবাইল সেল রেকর্ড
অ্যামাজন ই-কমার্স প্ল্যাটফর্মে Realme Narzo 90x মোবাইলটির একটি সেল চলছিল 23শে ডিসেম্বর 2025 এ। এই সেলটিতে সমস্ত রেকর্ডকেই ভেঙে দিয়েছে। যেখানে এই মোবাইলটি একদিনের সেলেই এক লক্ষ ইউনিটি বিক্রি হয়ে গিয়েছে। এবং একদিনেই রিয়েলমি কোম্পানিকে 120 কোটি টাকা জেনারেট করে দিয়েছি।
Philips Smart Tv তে 10 হাজারের বেশি ছাড়
Philips কোম্পানির একটি 65 ইঞ্চির স্মার্ট টিভিতে দশ হাজারেরও বেশি ছাড় চলছে। এই স্মার্ট টিভিতে QLED ডিসপ্লের সঙ্গে 4K রেজ্যুলেশন রয়েছে। এই স্মার্ট টিভিতে আপনারা ইউটিউব, অ্যামাজন প্রাইম ভিডিও আরও অন্যান্য প্ল্যাটফর্মের ভিডিও দেখতে পারবেন।
এইচডি ভিডিওটিতে USB পোর্ট, ওয়াইফাই এবং ব্লুটুথ সহ আরও অনেক ফ্যাসিলিটি রয়েছে। এই টিভিটি সেলিং প্রাইস হল 54,999 টাকা, তবে এটি বর্তমানে 43,999 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া আপনারা বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহার করে 1500 থেকে 1750 পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ এটি আপনার 42,249 টাকায় কেনা হয়ে যাবে।
New TVS Apache 160 4V আপডেট ভার্সন সম্পর্কে
TVS মোটর বাইক কোম্পানি অ্যাপাচির একটি আপডেট ভার্সন লঞ্চ করেছে। যেটি অনেকটাই Yamaha R15 ও Bajaj Pulsar NS160 এবং Honda Hornet 2.0 বাইকের মত।
এটি অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই ফিউল এফিসিয়েন্ট হবে। অর্থাৎ প্রতি লিটার পেট্রলে 45–50 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিবে। বাইকটিতে এলইডি লাইট এবং ডিজিটাল ডিসপ্লে সহ সম্পূর্ণ কন্ট্রোলিং এর ব্যবস্থা থাকবে।
এই বাইকটিতে single-cylinder ও 4-stroke এবং 4-valve টেকনোলজির পাওয়ারফুল একটি ইঞ্জিন থাকবে। ব্রেকিং এবং সেফটির জন্য dual-channel ABS ফ্যাসিলিটি থাকবে। এই গাড়িটি কেনার জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি পড়তে পারে।
POCO M8 5G মোবাইল সম্পর্কে
Oppo মোবাইল কোম্পানি ভারতে M সিরিজের একটি নতুন মোবাইল লঞ্চ করতে চলেছে POCO M8 5G নামে। মোবাইলটিতে Snapdragon 6 Gen 3 অক্টা কোর প্রসেসর থাকবে। মোবাইলটিতে OLED ডিসপ্লে থাকবে, তবে কার্ভড ডিসপ্লেও থাকতে পারে।
মোবাইলটিতে 5000mAh বা এর বেশি ব্যাটারি থাকতে পারে। এবং 45W বা এর বেশি ওয়াটের চার্জিং ফ্যাসিলিটি থাকবে। এর মূল্য প্রায় কুড়ি হাজার টাকার আশেপাশে থাকতে পারে।
Jio 11 টাকায় 10GB ডেটা
জিও টেলিকম নেটওয়ার্ক কোম্পানির একটি দুর্দান্ত রিচার্জ অফার প্ল্যান রয়েছে। যেটিতে আপনারা যদি মাত্র 11 টাকা রিচার্জ করেন, তাহলে এক ঘন্টার জন্য আপনারা সর্বোচ্চ 10 জিবি পর্যন্ত ডাটা ব্যবহারের সুবিধা পাবেন। এরপরেও চলবে তবে স্পিডটা আপনারা 64kbs পাবেন।