আজ 25শে ডিসেম্বর 2025 তারিখ Isro LVM3-M6 mission , Jio Electric Cycle, Realme Pad 3, Oppo Reno 15 Pro Mini , Maruti New Mini Bus, Drogue Parachute Tests , Japanese H3 সংক্রান্ত নিউজগুলি সম্পর্কে নিচে উল্লেখ করা হলো।

Isro LVM3-M6 mission
ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো আমেরিকার কোম্পানি AST SpaceMobile সঙ্গে যুক্ত হয়ে মহাকাশে একটি স্যাটেলাইট লঞ্চ করেছে LVM3-M6 নামে। এবং যেটি আমেরিকাতে BlueBird Block-2 নামে পরিচিত। এই স্যাটেলাইট থেকে নিম্ন মহাকাশ স্তরেতে প্রতিস্থাপন করা হয়েছে।
এর উদ্দেশ্য হল মোবাইল কানেক্টিভিটিকে আরও বেশি শক্তিশালী করা। এবং যাতে স্যাটেলাইটের মাধ্যমে মোবাইলগুলিকে যুক্ত করে কোন টাওয়ার ছাড়াই স্যাটেলাইটের দ্বারা মোবাইলগুলিকে কানেক্টিভিটি প্রদান করা।
Maruti New Mini Bus
আমরা সকলেই জানি মারুতি কোম্পানি মারুতি গাড়ি তৈরি করে থাকে। এবার মারুতি কোম্পানি নতুন এক ধরনের মিনি বাস বাজারেতে লঞ্চ করেছে। যে বাসটি প্রতি লিটার তেলে 28 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিবে। যেটিতে একটি মিডিয়াম থেকে হাই কোয়ালিটির ইঞ্জিন থাকবে।
এই মিনি বাসটি ইস্কুলের জন্য বা অফিস স্টাফদের যা তাদের জন্য ভালো একটি মাধ্যম হবে। গাড়িটিতে স্ট্রং কাঁচ, বসার জন্য নরম বেড ও সেফটি ব্রেকিং সিস্টেম রয়েছে। যেটির মূল্য বর্তমানে পাঁচ লক্ষ টাকার নিচে রাখা হয়েছে। অর্থাৎ বর্তমান মূল্য হল 4.99 লক্ষ টাকা। এই বাসটি আপনারা ইএমআই এর সাহায্যেও কিনতে পারবেন।
Drogue Parachute Tests
ভারতীয় স্পেশ রিসার্চ অর্গান এর তরফ থেকে একটি নতুন প্যারাসুট টেস্ট করা হয়েছে। প্যারাসুট টির নাম হল ড্রগ প্যারাসুট। এই প্যারাসুট টেস্টটি সফল হয়েছে। যা ভারতীয় সহ বিশ্ববাসীর কাছে একটি খুশির খবর। কারণ এর মাধ্যমে এটি মহাকাশযাত্রীদের মহাকাশেতে বিভিন্ন কাজ করতে এবং বিভিন্ন স্পেসে নামতে সাহায্য করবে। বিশেষ করে চাঁদেতে নামার জন্য বিশেষ উপকারি হবে এই প্যারাসুটটি।
এই প্যারাসুটটির আকারে ছোট হলেও এর অনেক কার্যকারিতা রয়েছে। নামার সময় প্যারাসুটটির গতি কমানো যাবে। বিভিন্ন ফিচারের সাহায্যে নিজে থেকে প্যারাসুট্টিকে নিয়ন্ত্রণ করা যাবে।
Japanese H3 ব্যর্থ
জাপান এর আগে অনেকগুলি নেভিগেশন সিস্টেম মহাকাশের কক্ষপথতে প্রতিস্থাপন করেছে। ওই সমস্ত নেভিগেশন সিস্টেমের স্যাটেলাইট গুলিকে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা H3 রকেটের মাধ্যমে মহাকাশে লঞ্চ করেছিল। এটি ছিল সপ্তম নেভিগেশন সিস্টেমের জন্য স্যাটেলাইটকে প্রতিস্থাপন করা। কিন্তু দ্বিতীয়বারের মতো প্রযুক্তিগত সমস্যার কারণে এটি ফেল হয়ে যায়।
Oppo Reno 15 Pro Mini
Oppo কোম্পানি তার Reno 15 সিরিজের চারটি ফোন গ্লোবাল মার্কেটে আগেই লঞ্চ করে দিয়েছিল। বর্তমানে ভারতে এই ক্যাটাগরিরই একটি ফোন লঞ্চ করতে চলেছে। ফোনটির নাম হল Oppo Reno 15 Pro Mini মোবাইল।
এই মোবাইলটিতে অ্যামোলেড ডিসপ্লে, MediaTek Dimensity 8450 প্রসেসর, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 200+50+50 মেগাপিক্সেল যুক্ত রিয়ার ক্যামেরা, সর্বোচ্চ RAM 12GB, সর্বোচ্চ 256GB ইন্টারনাল স্টোরেজ, 6500mAh ব্যাটারি, এবং OS 16 অ্যান্ড্রয়েড ভার্সন সহ আরো বিভিন্ন ধরনের ফিচার থাকবে । এই মোবাইলটি কিছুদিন পর ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে।
RESPOND Basket 2025
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ISRO ভারতের একটি নতুন প্রজেক্ট লঞ্চ করতে চলেছে। এই প্রজেক্ট এর মাধ্যমে বিভিন্ন মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করা হবে। যেখানে বিশ্ববিদ্যালয়গুলি তাদের শিক্ষার্থীদের প্রজেক্ট এর কাজ করার জন্য যেমন সুবিধা পাবে, তেমনি ইসরো তাদের গবেষণার জন্য বিভিন্ন কাজকে সহজে পরিচালিত করতে পারবে।
এছাড়া বিশ্ববিদ্যালয় পাঠরত শিক্ষার্থীরা তাদের রিসার্চ প্রপোজালকে একটি সাইটের মাধ্যমে সাবমিট করতে পারবে। যেকোনো ধরনের মহাকাশ সংক্রান্ত গবেষণার কাজ বিশ্ববিদ্যালয় এবং ইসরো সংযুক্তভাবে করবে।
এর আরেকটি মেন উদ্দেশ্য হল শিক্ষার্থীদের প্রতিভাকে যাচাই করা, এবং শিক্ষা ও মহাকাশ গবেষণার মধ্যে যে দূরত্ব রয়েছে সেটিকে দূর করা
Realme Pad 3
Realme মোবাইল কোম্পানি একটি নতুন প্যাড লঞ্চ করতে চলেছে। যেটি Realme Pad 3 নামে বাজারেতে লঞ্চ হবে। এটির লঞ্চ ডেট অ্যানাউন্স হয়ে গিয়েছে। এই Realme Pad 3 টি ভারতীয় সময় অনুযায়ী 6ই জানুয়ারি 2026 সালে দুপুর 12 টার সময় লঞ্চ হবে।
এটিতে খুবই হাই ক্যাপাসিটি যুক্ত 12,200mAh ব্যাটারির সঙ্গে 45W ওয়াট ফার্স্ট চার্জিং ফ্যাসিলিটি থাকবে। ডুয়েল ক্যামেরা থাকবে, সেই সঙ্গে 11.5 ইঞ্চির ডিসপ্লে, 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে।
Jio Electric Cycle
মুকেশ আম্বানির জিও কোম্পানি নেটওয়ার্ক ও মোবাইল বাজারে লঞ্চ করার পর সাইকেলের প্রতিও তাদের ধ্যান লক্ষ্য করা গিয়েছে। জিও কোম্পানি নতুন Jio Electric Cycle নামে একটি সাইকেল লঞ্চ করতে চলেছে। এই সাইকেলটি তে একবার চার্জ দিলেই 200 কিলোমিটার পর্যন্ত পথ যাওয়া যাবে।
এই জিও ইলেকট্রিক সাইকেলটিতে Electric pedal-assist মোটর ইঞ্জিন থাকবে। এছাড়া একটি ডিজিটাল ডিসপ্লে থাকবে ও মোবাইলের সঙ্গে কানেক্ট করার পাশাপাশি বিভিন্ন এপ্লিকেশনকেও কানেক্ট করা যাবে। এটি একটি মিডিয়াম রেঞ্জের সাইকেল হবে যাতে বাজারের অন্যান্য কোম্পানির ইলেকট্রিক সাইকেল গুলোকে টেক্কা দিতে পারে।