আজ 23/12/2025 মঙ্গলবার, আজকের বিশেষ টেকনোলজি রিলেটেড খবর নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেখানে Honor, samsung, OPPO ও vivo মোবাইল কোম্পানিগুলির নতুন ফোন লঞ্চ এবং আপডেট সম্পর্কে আলোচনা করার পাশাপাশি Yamaha, Tata , Honda মোটর বইক এবং কার কোম্পানির নতুন নতুন আপডেট দেওয়া হয়েছে।

Honor Play 60A 5G
‘Play 60’ সিরিজের Honor Play 60 এবং Honor Play 60m মোবাইল ফোন গুলি Honor কোম্পানি অনেক আগেই লঞ্চ করেছিল। এবার এই সিরিজের হাত ধরেই আবার নতুন একটি ফোন লঞ্চ করল হনার কোম্পানি। মোবাইলটির নাম হল Honor Play 60A 5G মোবাইল।
মোবাইলটিতে 6GB RAM এর সঙ্গে সর্বোচ্চ 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এতে MediaTek Dimensity 6300 Octa Core প্রসেসর রয়েছে। এতে 5300mAh ব্যাটারীর সঙ্গে 15W ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি রয়েছে। মোবাইলটিতে প্রধান ক্যামেরা 13 MP ও ফ্রন্ট ক্যামেরা 5 MP রয়েছে। মোবাইলটি চিনের বাজারেতে লঞ্চ হয়েছে।
Galaxy S26 Ultra & Eadge
স্যামসাং কোম্পানি তার দুটি নতুন মোবাইল লঞ্চ করতে চলেছে । যেগুলি Galaxy S26 সিরিজের একটি ফোন। Galaxy S22 এবং Galaxy S23 মোবাইল দুটি ‘Galaxy S’ মোবাইল ছিল, যে মোবাইল দুটি যথাক্রমে 2022 সাল এবং 2023 সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল।
Galaxy S26 Ultra মোবাইলটিরও লঞ্চিং ডেট ঘোষণা হয়ে গিয়েছে। যেটি আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে। অনুরুপভাবে Galaxy S26 Edge মোবাইলটি 2026 সালের মার্চ মাসে লঞ্চ হবে। এই দুটো মোবাইলের দাম কিন্তু এক লক্ষ টাকার আশেপাশে থাকতে পারে।
Yamaha Electric Cycle 2026
Yamaha মোটর বাইক কোম্পানি তাদের একটি নতুন ইলেকট্রিক বাইসাইকেল লঞ্চ করতে চলেছে। যেটি আগামী 2026 সালে লঞ্চ হবে। এই ইলেকট্রিক বাইসাইকেলটিতে 900W হাইপারফরমেন্স যুক্ত মোটর থাকবে। সঙ্গে থাকবে একটি হাই ক্যাপাসিটিযুক্ত ব্যাটারি, যে টিকে একবার চার্জ করলেই প্রায় 610KM পর্যন্ত চালানো যাবে। এই ইলেকট্রিক বাইসাইকেলটি খুবই এফোর্টেবল মূল্যে পাওয়া যাবে। এই ইলেকট্রিক বাইসাইকেলটি 2026 সালের জানুয়ারি মাসে লঞ্চ হবে।
Tata Nano 2026 Launch
টাটা মোটর কোম্পানি তার একটি নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে Tata Nano 2026 নামে। এই গাড়িটিতে 880cc পেট্রোলের ইঞ্জিন থাকবে, অর্থাৎ শুধুমাত্র পেট্রোলের সাহায্যে গাড়িটি চলবে। এই গাড়িটি প্রতি লিটার পেট্রোলে 40 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিবে।
গাড়িটিতে বসার সিট গুলি থাকবে খুবই কমফোর্টেবল। গাড়িতে ইউজার ফ্রেন্ডলি কন্ট্রোল থাকবে। এবং এটি একটি বাজেট ফ্রেন্ডলি গাড়ি হবে, যেটি আপনারা চার লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং EMI এ 4000 টাকা প্রতি মাসে গাড়িটি পেয়ে যাবেন।
Honda Activa 6G
হোন্ডা মোটরবাইক কোম্পানি তার একটি নতুন স্কুটার মোটরবাইক লঞ্চ করেছে। যেটি Honda Activa 6G নামে লঞ্চ হয়েছে। এই গাড়িটি এক লিটার পেট্রোলে 59 কিলোমিটার মাইলেজ দেয়। এই স্কুটার মোটর বাইক কি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে প্রত্যেক বয়সের ব্যক্তিরাই চালাতে পারে।
গাড়িটি পুরোটাই মেটাল বডি রয়েছে। সেফটির প্রতি যথেষ্ট লক্ষ রাখা হয়েছে। এই এই স্কুটার বাইকটি যদি আপনি কিনতে চান বর্তমানে 40 হাজার টাকায় পেয়ে যাবেন। তবে EMI এ নেওয়ারও অপশন রয়েছে।
OPPO A6s 5G এবং OPPO A6 5G
OPPO মোবাইল কোম্পানি শীগ্রই তাদের A6 সিরিজের দুটি ফোন গ্লোবালি লঞ্চ করতে চলেছে । দুটি আলাদা আলাদা ফিচার সহ CPH2789 এবং CPH2831 মডেল নাম্বারে লিস্টিং হয়েছে। মোবাইল দুটি OPPO A6s 5G এবং OPPO A6 5G নামে ইউনাইটেড আরাব আমিরাতে গ্লোবালি ভাবে লঞ্চ হবে।
এই মোবাইলটিতে 7000mAh এর মত ব্যাটারির সঙ্গে ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি থাকবে। মোবাইলটিতে MediaTek Dimensity 6300 অক্টা কোর প্রসেসর থাকবে। এই মোবাইলে 50MP মেইন ক্যামেরা থাকবে। এর মূল্য 14999 – 15999 এর মধ্যে থাকতে পারে।
Vivo & iQOO আপডেট ভার্সন
Vivo ও iQOO মোবাইল দুটি একই কোম্পানির। এই কোম্পানি তাদের Vivo ও iQOO মোবাইল গুলির জন্য নতুন আপডেট ভার্সন নিয়ে এসেছে। নতুন আপডেট ভার্সন টি হল OriginOS 6 বা Android 16 , এই আপডেটটি Vivo ও iQOO মোবাইলগুলিকে আরো বেশি ফাস্ট এবং সিকিউর করে তুলবে।
আপডেট করার জন্য আপনাকে মোবাইলের সেটিংস অপশনে যাওয়ার পর, সিস্টেম আপডেট অপশনে ক্লিক করে দেখতে হবে যে আপনার ওই ডিভাইসেতে বর্তমানের আপডেট ভার্সনটি এসেছে কিনা। যদি না আসে তাহলে আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আর অবশ্যই মনে রাখবেন আপডেট ভার্সনটি কিন্তু 3 জিবির ওপরে থাকবে।
তাই আপডেট করার পূর্বে আপনার কাছে যথেষ্ট Data বা নেটপ্যাক থাকতে হবে, এছাড়া আপনি WIFI এর সাহায্যেও আপগ্রেড করতে পারেন। আর আপডেট করার পূর্বে মোবাইলটিকে ফুল চার্জ করিয়ে নিবেন, যাতে করে আপডেট হওয়ার সময় মোবাইল সুইচড অফ না হয়ে যায়।