আজ 19 ডিসেম্বর, 2025 তারিখ। হোন্ডা মোটর বাইক, oppo মোবাইল, Toyota গাড়ি, OnePlus কোম্পানির হাতঘড়ি, হিরো মোটর বাইক সম্পর্কে কিছু নতুন তথ্য উঠে এসেছে। যেগুলি সম্পর্কে নিচে উল্লেখ করা হলো।

Hyundai Creta Hybrid 2027 Launch
হোন্ডা ক্রিটা হাইব্রিড 2027 লঞ্চ হয়েছে। যেটিতে 1.5L ইঞ্জিন রয়েছে। এই গাড়িটিতে পেট্রোল এবং ডিজেল দুই ধরনের এই জ্বালানি ব্যবহার করে গাড়ি চালানো যাবে। গাড়িটিতে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে। বর্তমানে 10 হাজার টাকার EMI তে ক্রয় করা যাচ্ছে।
Oppo New 5G Smartphone
Oppo একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। যেটি একটি ফাইভ জি ফোন, যেটিতে আপনারা 300MP AI Lens যুক্ত প্রধান ক্যামেরা পাবেন, সর্বোচ্চ 12GB পর্যন্ত RAM থাকবে। 5800mAh ব্যাটারির সঙ্গে, 105W Turbo পাওয়ার চার্জার থাকবে। এবং ফোনটিতে Curved যুক্ত AMOLED ডিসপ্লে থাকবে।
Toyota Corolla 2026 Launch
Toyota একটি নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে Toyota Corolla 2026 নামে। গাড়িটিতে পেট্রোল এবং ডিজেল উভয় দিয়ে চালানো যাবে অর্থাৎ হাইব্রিড ইঞ্জিন থাকবে। গাড়িটিতে 1.8L Hybrid Engine পেয়ে যাবেন। এই গাড়িটি প্রতি লিটারে 32km পর্যন্ত মাইলেজ দিবে। গাড়িটিতে আপনারা খুব ভালো একটি Smart Sedan ডিজাইন পাবেন । বাড়িটিতে মাল্টি ফাংশনাল টিয়ারিং ও চাকা পেয়ে যাবেন। এছাড়া সেফটির জন্য মাল্টিপেল এয়ার ব্যাগ পেয়ে যাবেন। এবং এই গাড়িটি আপনারা 5 লক্ষ টাকা থেকে পেয়ে যাবেন। আর যদি আপনি EMI এ নিতে চান তাহলে পাঁচ হাজার টাকা প্রতি মাসে ডাউন পেমেন্ট হিসেবে পেয়ে যাবেন।
OnePlus Watch Lite
বর্তমানে ওয়ান প্লাস কোম্পানি একটি হাতঘড়ি লঞ্চ করেছে। OnePlus Watch Lite নামে। 17.12.2025 তারিখে লঞ্চ হয়েছে। হাত ঘড়িটিতে 1.46-inch AMOLED ডিসপ্লে রয়েছে, ডিসপ্লেটি 3000 nits peak ব্রাইটনেস যুক্ত। হাত ঘড়িটিতে পাওয়ারফুল ব্যাটারি রয়েছে যেটি দশ দিন পর্যন্ত ব্যাকআপ দিবে। এটিতে সফটওয়্যার হিসেবে রয়েছে OxygenOS Watch 7.1 সফটওয়্যার। এই হাত ঘড়িটিকে দুটি ফোনের সঙ্গেও কানেক্ট করা যাবে। এটি সাহায্যে হার্ট রেট এবং শরীরের তাপমাত্রাও চেক করা যাবে। এটির লঞ্চিং প্রাইস 159 Euros/Pounds রাখা হয়েছে।
Hero Splendor 125
হিরো মোটরসাইকেল কোম্পানি Hero Splendor 125 নামে একটি নতুন মোটরবাইক লঞ্চ করেছে। এই মোটরবাইকটি 78 KM প্রতি লিটার পেট্রোলে মাইলেজ দিবে, সঙ্গে থাকবে ইকো ফ্রেন্ডলি ইঞ্জিন। গাড়িটিতে ডিজিটাল মিটার থাকবে, সঙ্গে থাকবে বোঝার জন্য কমফোর্ট বড়ো সিট। গাড়িটিতে সেফটির জন্য dual-channel ABS থাকবে। যেটির বর্তমান এক্স শোরুম মূল্য হল ₹81,000 থেকে ₹89,000 টাকার মধ্যে। এই গাড়িটি বর্তমানে 4000 টাকা EMI তেও ক্রয় করা যাচ্ছে।
OPPO Reno Premium 5G
OPPO স্মার্টফোন কোম্পানি ২০২৬-এর একটি নতুন OPPO Reno Premium 5G ফোন লঞ্চ করতে চলেছে। যেটিতে থাকবে 220MP DSLR ফ্রন্ট ক্যামেরা। মোবাইলটিতে সর্বোচ্চ 12GB RAM এর সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। একটি পাওয়ারফুল AMOLED ডিসপ্লে থাকবে। এবং একটি পাওয়ারফুল ব্যাটারির সঙ্গে থাকবে 120W এর একটি পাওয়ারফুল ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি। এটি একটি ফ্ল্যাগশিপ ফোন ক্যাটাগরির মধ্যে থাকবে। এটির মূল্য 30 হাজার টাকার আশেপাশে থাকবে।
Realme 16 Pro series
Realme কোম্পানি ভারতে একটি নতুন মোবাইল লঞ্চ করতে চলেছে। যেটির নাম হল Realme 16 Pro মোবাইল। এই মোবাইলটি ভারতে 06/01/2026 সালে লঞ্চ হবে। এই মোবাইলটি তে 3 OS এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এবং মোবাইলটিতে Android 16 অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে। এবং মোবাইলটিতে 200 MP প্রধান ক্যামেরা থাকবে। এছাড়া ক্যামেরার সাহায্যে 10x পর্যন্ত জুম করা যাবে।
এই মোবাইলটি ডিজাইন করেছে চীনের একজন ডিজাইনার নাওতো ফুকাসাওয়া । এই সিরিজের মোবাইলগুলি চারটি রংয়ের লাঞ্চ হবে। মোবাইলটিতে 6,500mAh ব্যাটারির সঙ্গে 80W ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি থাকবে। তবে আরলি রুমার্স এর মতে ব্যাটারি 7000mAh থাকবে বলে অনুমান করা হয়েছে। মোবাইলটিতে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে। এবং মোবাইলটিতে 8 GB RAM এর সঙ্গে হাই ক্যাপাসিটি যুক্ত চিপসেট বা প্রসেসর থাকবে।