10 জানুয়ারি 2026, পশ্চিমবঙ্গে সোনার দাম, রুপোর দাম, পেট্রোলের দাম ও ডিজেলের দাম জানুন। Sumsung S25 Ultra, Suzuki Wagon R 2026 সংক্রান্ত টেক নিউজ।

Today Tech News 10.01.2026

ভারতের সোনার দাম 

         বর্তমানে ভেনেজুয়েলা ও আমেরিকার মধ্যে সমস্যার কারণে ফিউলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সোনা এবং রুপার দামেরও ইনক্রিজ হয়েছে। যেখানে ভারতে গতকাল 9 জানুয়ারি 2026শে প্রতি 10 গ্রাম. 22 ক্যারেট সোনায় 600 টাকা ইনক্রিজ লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে রুপার দামেও 500 টাকা বাড়তি দেখা গিয়েছে প্রতি 100 গ্রাম রুপোই। 

      তবে আজ 10 জানুয়ারি 2026শে দিনের শুরুতেই সোনা ও রুপার দামের কমতি লক্ষ্য করা গিয়েছে। বাকি দিনে কি চলবে তা এখন পর্যন্ত বলা খুবই অসম্ভব। 

আজ ভারতের পেট্রোল ও ডিজেলের মূল্য 

     আজ ভারতে পেট্রোলের মূল্য 103.54 টাকা প্রতি লিটারে চলছে, তবে বিভিন্ন জেলা অনুপাতে কিছু কমবেশি রয়েছে। একইভাবে আজ ডিজেলের মূল্য 89.3 টাকা থেকে 90.04 টাকার মধ্যে রয়েছে বিভিন্ন জেলার পরিপ্রেক্ষিতে। 

Sumsung S25 Ultra ছাড়ের অফার 

      Sumsung S25 Ultra মোবাইলটির বিক্রির মূল্য অর্থাৎ লঞ্চিং প্রাইস রয়েছে 1 লক্ষ 29 হাজার 999 টাকা। কিন্তু বর্তমানে মোবাইলটিতে একটি যথেষ্ট ডিসকাউন্ট চলছে। যেখানে আপনারা মোবাইলটি 10 হাজার টাকা কমে পেয়ে যাবেন। সেই সঙ্গে বিভিন্ন কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আরো আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন । তাই এই মোবাইলটি যদি আপনারা নিতে চান এই সময়ই আপনাদের জন্য উপযুক্ত হবে। 

Suzuki Wagon R 2026 লঞ্চ 

    মারুতি সুজুকি কোম্পানি একটি নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে Suzuki Wagon R 2026 নামে। এই গাড়িটিতে ভালোভাবে সাতজন বসতে পারবে। গাড়িটি প্রতি লিটার পেট্রোলে বা  CNG তে 37 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিবে। 

গাড়িটিতে মোবাইলের সঙ্গে কানেক্টিভিটির বিশেষ ব্যবস্থা রয়েছে। টাচ স্ক্রিন কন্ট্রোল প্যানেল থাকবে, AC vents থাকবে। গাড়িটি এই বছর জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে লঞ্চ হতে পারে। 

New Tata Nano 2026 সম্পর্কে 

   টাটা গাড়ি কোম্পানি একটি নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে New Tata Nano 2026 নামে। গাড়িটিতে হাইব্রিড ইঞ্জিন থাকবে, যেটি পেট্রোল এবং সিএনজির মাধ্যমে চলবে। গাড়িটি প্রতি লিটার পেট্রোলে 44-46 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিবে। 

তবে গাড়িটি সিট ক্যাপাসিটি খুব একটা বেশি জনের থাকবে না। এখানে ভালোভাবে বসার জন্য চারজনের সিট ক্যাপাসিটি থাকবে। গাড়িটিতে টাচ স্ক্রিন কন্ট্রোল প্যানেল, এলইডি লাইট এবং একটি মডার্ন কেবিন থাকবে। গাড়িটির মূল্য অনুমান করা হচ্ছে তিন লক্ষ টাকার কাছাকাছি থাকতে পারে। 

Honda Activa 6G 2026 স্কুটার সম্পর্কে 

    হোন্ডা গাড়ি কম্পানি একটি নতুন স্কুটার লঞ্চ করতে চলেছে Honda Activa 6G নামে। স্কুটারটিতে একটি রিফাইন্ড ইঞ্জিন থাকবে। এটি একটি পাওয়ার efficient গাড়ি হবে। এটি একটি ফ্যামিলি ফ্রেন্ডলি স্কুটার। এটি খুব জলদি লঞ্চ হবে। 

New Yamaha RX100 2026 সম্পর্কে 

    ইয়ামহা কোম্পানি একটি নতুন স্মার্ট মোটরবাইক লঞ্চ করতে চলেছে। এই মোটর বাইকটি প্রতি লিটার পেট্রলে 60 থেকে 65 কিলোমিটার মাইলেজ দিবে। গাড়িটিতে সেফটি ব্রেকিং সিস্টেম থাকবে। গাড়িটিতে ব্লুটুথ সহ স্মার্ট ফোনকে কানেক্ট করা যাবে। 

এই গাড়িটি বিভিন্ন কালারের লঞ্চ হবে। গাড়িটির মূল্য আপাতত 85,000 টাকার আশেপাশে থাকবে। গাড়িটি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে লঞ্চ হবে।

Motorola Razr 60 FIFA World Cup এডিসন সম্পর্কে 

  মোটরওয়ালা কোম্পানি একটি নতুন মোবাইল লঞ্চ করতে চলেছে। মোবাইলটি বাজারেতে Motorola announces Razr 60 FIFA World Cup 26 Edition নামে।

মোবাইলটিতে 1.43 ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে, এবং ডিসপ্লেটিতে Gorilla Glass 3 প্রটেকশন থাকবে। এই মোবাইলটিতে 6,000mAh ব্যাটারি থাকবে। সেই সঙ্গে থাকবে একটি পাওয়ারফুল প্রসেসর।

এই মোবাইলটি একটি ফোলডেবেল মোবাইল হবে। এই মোবাইলটি শুধুমাত্র আমেরিকা এবং কানাডাতে লঞ্চ হবে। মোবাইলটি এই বছরই জানুয়ারি মাসের 12 তারিখে লঞ্চ হবে। এটির মূল্য বর্তমানে 700 ডলারের কাছাকাছি রাখা হয়েছে।

Honda City গাড়ির ডিসকাউন্ট অফার সম্পর্কে

    হোন্ডা কোম্পানি তার হোন্ডা সিটি গাড়িতে খুব ভালো একটি ডিসকাউন্ট দিচ্ছে। যেখানে আপনারা এই গাড়িগুলির বিভিন্ন ভেরিয়েন্ট অনুপাতে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন।

এই অফারটি 31/01/2026 তারিখ পর্যন্ত চলবে। তাই আপনি যদি honda কোম্পানির কোন চার চাকা গাড়ি নিবে বলে ভাবছেন, তাহলে এই মাসটি আপনার জন্য উপযুক্ত হবে।

Yamaha MT-15 সম্পর্কে 

     ইয়ামহা কোম্পানি নামে একটি নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে। গাড়িটিতে 155cc liquid-cooled এবং  single-cylinder ইঞ্জিন থাকবে। মোটর বাইকটিতে digital LCD ডিসপ্লে থাকলে। এই ডিসপ্লেতে বাইকটি কত গিয়ারে রয়েছে, ফিউল লেভেল, গাড়ির স্পিড সমস্ত কিছু দেওয়া থাকবে। মোটর বাইকটি যাতে ফিউল কনজিউম কম করে তার প্রতি লক্ষ্য রেখে তৈরি করা হচ্ছে। এটি এই 2026 সালের ফেব্রুয়ারি মাস অথবা মার্চ মাসে লঞ্চ হতে পারে। 

Hero Honda CD 100 সম্পর্কে 

     হোন্ডা কোম্পানি একটি নতুন মোটরবাইক লঞ্চ করতে চলেছে Hero Honda CD 100 নামে। গাড়িটিতে 100 সিসির ইঞ্জিন থাকবে। তাই এই গাড়িটি প্রতি লিটার পেট্রোলে 65 কিলোমিটার এর কাছাকাছি মাইলেজ দিবে। 

গাড়িটি রাইডিং করা সাধারণ মানুষের পক্ষে সুবিধা জনক হবে। এটি খুবই সাধারণ মানের এবং খুবই সাধারণ দামের একটি বাইক হবে। এটির মূল্য 70 হাজার টাকার আশেপাশে থাকবে।

Honda CBR500R সম্পর্কে 

   হোন্ডা কোম্পানি একটি সুপার বাইক লঞ্চ করতে চলেছে Honda CBR500R নামে। গাড়িটির ইঞ্জিন থাকবে খুবই দুর্দান্ত, ইঞ্জিনটির প্রসিডিউর ক্ষমতা থাকবে 77.8bhp পর্যন্ত। এবং গাড়িটিতে 502cc ইঞ্জিন থাকবে। তবে গাড়িটি খুবই ভারী হবে, যেটি 189 কেজির মত। 

এই সুপার বাইকটি বর্তমানে চায়নাতে লঞ্চ হতে চলেছে। কিন্তু ভারতের কাছে দুর্ভাগ্যের বিষয় এই সুপার বাইকটি বর্তমানে ভারতে লঞ্চ হবে না।

Bajaj Chetak EV সম্পর্কে 

    বাজাজ বাইক কোম্পানি Bajaj Chetak EV নামে একটি নতুন মোটর স্কুটার লঞ্চ করতে চলেছে। যেটি একটি ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটার টিতে পাওয়ারফুল একটি ব্যাটারি থাকবে, যেটি একবার চার্জ দিলেই প্রায় 260 কিলোমিটার পর্যন্ত চলবে।

যেটির মূল্য বিভিন্ন ভেরিয়ান্ট অনুপাতে 68,938 টাকা থেকে শুরু। তাই সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে এটি একটি ভালো স্কুটার হবে। তবে গাড়িটির সর্বোচ্চ স্পিড বিভিন্ন  ভেরিয়েন্ট অনুপাতে 63-73 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *